Saurav Das: নিজের বিয়ে সামনেই, সন্দীপ্তার বিয়েতে গিয়ে কীসে কামড় সৌরভের?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 09, 2023 | 2:00 PM

Saurav Das: সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়ের বিয়েতে হাজির ছিল প্রায় গোটা টলিউড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ধারাবাহিকের চেনামুখেরা-- বাদ ছিলেন না কেউই। হাজির ছিলেন সৌরভ দাসও। সন্দীপ্তার সঙ্গে যিনি অতীতে কাজ করেছেন একাধিক সিরিজে। আজ বাদে কাল তাঁরও বিয়ে। তাতে কী?

Saurav Das: নিজের বিয়ে সামনেই, সন্দীপ্তার বিয়েতে গিয়ে কীসে কামড় সৌরভের?
সৌরভ দাস।

Follow Us

 

সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়ের বিয়েতে হাজির ছিল প্রায় গোটা টলিউড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ধারাবাহিকের চেনামুখেরা– বাদ ছিলেন না কেউই। হাজির ছিলেন সৌরভ দাসও। সন্দীপ্তার সঙ্গে যিনি অতীতে কাজ করেছেন একাধিক সিরিজে। আজ বাদে কাল তাঁরও বিয়ে। তাতে কী? বন্ধুর বিয়েতে যাওয়া চাই-ই চাই। আর বিয়েতে গিয়েই কী কাণ্ড ঘটালের সৌরভ জানেন? ডায়েটে থাকা নায়ক কামড় বসালেন পানে। সেখানে তো আর ডায়েটের বালাই নেই! তবে যে সে পান নয়… একেবারে খাঁটি বেনারসি পান। তাতেই মজলেন ‘মন্টু পাইলট’।

প্রসঙ্গত, আগামী ১৫ তারিখ বিয়ে করতে চলেছেন সৌরভ দাস। পাত্রী দর্শনা বণিক– এই মুহূর্তে বিয়ের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। বিয়েতে বেনারসি পরবেন দর্শনা। সাজবেন সোনার গয়না। গায়ে হলুদ থেকে মেহেন্দি সবেতেই বেনারসিই বেছে নিয়েছেন তিনি। সৌরভ এর আগে সম্পর্কে ছিলেন অনিন্দিতা বসুর সঙ্গে। লিভ ইন করতেন তাঁরা। একসঙ্গে ফ্ল্যাটও কিনেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। অনিন্দিতার বক্তব্য ছিল বদলে গিয়েছেন সৌরভ। যদিও সে সব অতীত। পুরনো সবকিছুকে দূরে সরিয়ে দিয়ে নতুন ভাবে এগতে চান তাঁরা সময় যে আর নেই একদমই। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

Next Article