Aryan Khan: ওয়েব সিরিজ পরিচালনায় আরিয়ান, অভিনয়ে শাহরুখ-রণবীর

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 19, 2023 | 11:58 AM

Viral News: বারে বারেই ফিরিয়েছেন বাবার বিশেষ বন্ধুকে। একটা সময়ের পর করণ জোহর হালই ছেড়েদেন। তবে শাহরুখ খান যে আরিয়ানের সঙ্গে কাজ করবেন তাঁর আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই।

Aryan Khan: ওয়েব সিরিজ পরিচালনায় আরিয়ান, অভিনয়ে শাহরুখ-রণবীর

Follow Us

প্রথম থেকেই আরিয়ান খান জানিয়ে এসেছিলেন, তিনি অভিনয় নয়, ক্যামেরার পিছনেই কাজ করতে চান। যেমন কথা তেমনই কাজ। আসছে তাঁর প্রথম সিরিজ়। ওটিটির পরিচালনা করছেন আরিয়ান খান। যেখানে দেখা যাবে শাহরুখ খান ও রণবীর সিং-কেও। তবে কেমিও চরিত্রে। ছয় এপিসোডে ভাগ করা থাকবে এই সিরিজ। সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ ও রণবীর দুজনকেই দেখা যাবে দুই এলাদা এপিসোডে। ছোট ছোট চরিত্রে। তবে দুজনেই বেজায় উৎসাহী জুনিয়ার খানের জন্য কাজ করায়। আরিয়ান বরাবরই তাঁর পরিচালনার কাজেই মন দিতে চেয়েছিলেন। এবার তাঁর স্বপ্নপূরণের পালা।

আরিয়ান খানকে নিয়ে সম্প্রতিতে জানান গৌরী খান, তাঁর ছেলে বেজায় ব্যস্ত। এখন শাহরুখ খানের ডেট পাওয়া সহজ, কিন্তু আরিয়ান খানের ডেট পাওয়া এখন আর সহজ বিষয়। ফ্যামিলি ফ্রেমের জন্য আগে থেকেই বুক করতে হয় আরিয়ানের ডেট। আরিয়ান নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁর স্ক্রিপ্ট তৈরির কাজ। স্টারকিডদের ডেবিউ নিয়ে ভক্তদের বরাবরই কৌতুহল বর্তমান। শাহরুখ খানের সন্তানেরা কবে ডেবিউ করবেন তা নিয়ে প্রশ্নও ছিল বর্তমান। এবার তারই মিলল উত্তর। সুহানা খান ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি করেছেন। তবে শত চেষ্টাতেও আরিয়ান খানকে বলিউডে ডেবিউ করাতে পারেননি কেউ অভিনয়ের ক্ষেত্রে। কারণ তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন যে তিনি অভিনয় করবেন না। বারে বারে করণ জোহর তাঁর সঙ্গে দেখা করতে আসলেও তিনি এই প্রসঙ্গে মুখ খোলেননি।

বারে বারেই ফিরিয়েছেন বাবার বিশেষ বন্ধুকে। একটা সময়ের পর করণ জোহর হালই ছেড়েদেন। তবে শাহরুখ খান যে আরিয়ানের সঙ্গে কাজ করবেন তাঁর আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই। ছেলের পোস্ট দেখা মাত্র নিজেকে আটকে রাখতে পেরে মুখ খুলেছিলেন কিং। প্রকাশ্যেই কমেন্ট করে বসেছিলেন। লিখেছিলেন- ‘দারুণ, ভাবনা, বিশ্বাস, স্বপ্ন দেখার পর্ব শেষ। এবার কাজের পালা। প্রথম কাজের জন্য অনেক শুভেচ্ছা। প্রথম কাজ সর্বদাই খুব বিশেষ হয়’। বাবার কমেন্ট দেখা মাত্রই আরিয়ান প্রকাশ্যেই আবদার করে বসেছিলেন, তিনিও অপেক্ষায় থাকবেন, কবে তাঁর বাবা সেটে সারপ্রাইজ ভিজিট দেবেন। ছেলের আবদার শুনেও মুখ বুঁজে থাকলেন না শাহরুখ। পাল্টা জানালেন, ‘তিনি যেন শুটিং শিডিউল সকালে না দুপুরে রাখেন, তবেই সম্ভব’।

Next Article