Pathaan Controversy: ‘গল্পহীন ভিডিয়ো গেম পাঠান’, শাহরুখের ছবিকে কটাক্ষ পাকিস্তানের অভিনেতা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 27, 2023 | 12:32 PM

Pathaan Controversy: ইয়াসিন হুসেন পাকিস্তানে এক জনপ্রিয় অভিনেতা। পাশাপাশি চিত্রনাট্য লেখা, সঞ্চালনাও করে থাকেন তিনি। এবার তিনিই সোশ্যাল মিডিয়ায় পাঠান ছবির রিভিউ নিয়ে হাজির।

Pathaan Controversy: গল্পহীন ভিডিয়ো গেম পাঠান, শাহরুখের ছবিকে কটাক্ষ পাকিস্তানের অভিনেতা

Follow Us

চার বছরের বিরতির পর পর্দায় ফিরেছিলেন সুপারস্টার শাহরুখ খান। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল পাঠান ছবির প্রতিটা খবর। তবে বিতর্ক শুরু থেকেই পিছু ছাড়েনি। পাঠান ছবি ঘিরে দর্শক মাঝে উত্তেজনার পারদ যেমন ছিল তুঙ্গে, ঠিক তমেনই দেশের বিভিন্ন প্রান্তে এই ছবি ঘিরে শুরু হয়ে যায় জল্পনা। কখনও ছবির সংলাপ, কখনও আবার গেরুয়া বিকিনি বিতর্ক, শাহরুখ খানের ছবি একাধিক তোপের মুখে পড়েও ১০০০ কোটির ক্লাবে নাম লেখায়। ফলে পাঠান-এর সাফল্যকে যে কোনও সমালোচনাই ছুঁতে পারেনি তা অতীতে প্রমাণিত। টানা ৫০ দিন ধরে রমরমিয়ে পর্দায় চলতে থাকে এই ছবি। যদি ছবিকে যুযোগ বুঝে তোপের শিকার করতে পিছপা হননি অনেকেই। সেই তালিকায় এবার নাম লেখালেন পাকিস্তানের অভিনেতা ইয়াসিন হুসেন।

ইয়াসিন হুসেন পাকিস্তানে এক জনপ্রিয় অভিনেতা। পাশাপাশি চিত্রনাট্য লেখা, সঞ্চালনাও করে থাকেন তিনি। এবার তিনিই সোশ্যাল মিডিয়ায় পাঠান ছবির রিভিউ নিয়ে হাজির। টানা ৫০ দিন প্রেক্ষাগৃহে ছবি চলার পর এবার ওটিটি-তে মুত্তি পেয়েছে ছবি। আর তা দেখা মাত্রই তিনি লিখলেন, যদি আপনি মিশন ইমপসিবল ১ দেখে থাকেন, তাহলেই বুঝবেন, শাহরুখ খানের ছবি পাঠান, একটি গল্পহীন ভিডিয়ো গেম ছাড়া আর কিছুই নয়। তাঁর পোস্ট নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। কেউ কেউ তাঁর পক্ষ নিলেন, কেউ আবার কিং খানের অ্যাকশনের প্রশংসায় পঞ্চমুখ। ঝড়ের গতিতে ভাইরাল হল সেই পোস্ট।

যদিও শাহরুখ খানকে নিয়ে ভক্তমনে বর্তমানে উত্তেজনা তুঙ্গে। জওয়ান ও ডানকি ছবির খবরে নিত্য চোখ রেখে চলেছেন ভক্তরা। ঝড়ের গতিতে ভাইরাল হয় আবার সেই খবরও। কারণ শোনা যায় নির্দিষ্ট সময় নাকি মুক্তি পাচ্ছে না শাহরুখ খান অভিনীত ছবি ডানকি। প্রথম থেকেই শাহরুখ খানকে ঘিরে ভক্তরা মুখিয়ে ছিলেন বলিউড বক্স অফিস ছন্দে ফিরুক তাঁরই হাত ধরে। সেটাই হল সত্যি। করোনার পর কেন, তার আগেও এত টাকার ব্যবসা কোনও হিন্দি ছবিকেই করতে দেখা যায়নি।

Next Article