সাম্প্রতিককালে ‘এক্স’ (সাবেক টুইটার) আস্ক-শাহরুখ নামের একটি বিষয় চালু হয়েছে। চালু করেছেন স্বয়ং কিং খান। সেখানে অনুরাগীদের প্রশ্নের নানা উত্তর দিয়েছেন তিনি। সাম্প্রতিককালে সে রকমই আস্ক-শাহরুখ সেশন চলছিল। বিরাট কোহলির প্রশ্ন উঠতেই শাহরুখকে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করা হয় এবং উত্তরের শাহরুখ যা বলেন, তা শুনে সকলেই অবাক।
পাবলিক ফোরামে শাহরুখ বলেছেন যে, ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি নাকি তাঁর জামাইয়েরই মতো। অর্থাৎ, সান-ইন-ল। এমনটা কেন বলেছিলেন তিনি? খোলসা করে শাহরুখ বলেছেন, তিনি বিরাটকে খুবই পছন্দ করেন এবং তাঁকে নিজের জামাইয়ের মতো ভালবাসেন। উল্লেখ্য, শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে বিরাট কোলির কোনও সম্পর্ক কোনওকালেই ছিল না। অন্যদিকে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা শাহরুখের একদা নায়িকা।
‘জব তাক হ্যায় জান’, ‘জ়িরো’, ‘রব নে বানা দি জোড়ি-এর মতো ছবিতে পর্দায় অনুষ্কা শর্মার সঙ্গে চুটিয়ে রোম্যান্স করেছেন শাহরুখ। কেবল তাই নয়, অনুষ্কা শর্মার জীবনের প্রথম ছবির হিরো শাহরুখ খান। ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে নবাগতা অনুষ্কার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছিলেন কিং খান। অনুষ্কার কেরিয়ার দিয়েছি উড়ান। এবার তাঁরই স্বামী বিরাট কোহলিকে জামাই বলে ভাবতে চাইছেন শাহরুখ।
সম্প্রতি বক্স অফিসে দারুণ পারফর্ম করছে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’। ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই ছবি। ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। ২০১৮ সালে মুক্তি পাওয়ার পর ফ্লপ করে কিংয়ের ছবি ‘জ়িরো’। তারপর আর কোনও ছবি তৈরি করেননি শাহরুখ। মন দিয়েছিলেন বেশ কিছু ছবির কাজে। ২০২৩ সালে তাঁর সব ছবি মুক্তি পাচ্ছে একে-একে। বছরের শুরুতে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বছরের মাঝে মুক্তি পেল ‘জওয়ান’। এবং বছর শেষ হবে শাহরুখের ‘ডানকি’ ছবি দিয়ে।