গত কয়েকদিন ধরেই ঘোরতর পারিবারিক বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছে শেট্টি পরিবার। পর্ন তৈরি এবং একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে তা দেখানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। এই বিপর্যয়ে সব রকম ভাবে দিদির পাশে রয়েছেন শমিতা শেট্টি। তার মধ্যেও গতকাল অর্থাৎ রবিবার বিগ বস ১৫-র মঞ্চে দেখা গেল শমিতাকে।
এই প্রথমবার ওটিটিতে দেখা যাবে বিগ বস। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ভুট-এ আক্ষরিক অর্থেই প্রতিদিন ২৪ ঘণ্টা প্রতিযোগীদের কার্যকলাপ দেখতে পাবেন দর্শক। শমিতাও তাঁদের মধ্যে একজন। সাধারণত যে সব সেলেবকে ঘিরে বিতর্ক থাকে, তাঁদেরকেই এই রিয়ালিটি শোয়ে অংশ নিতে দেখা যায়। এই মুহূর্তে শমিতাও ব্যতিক্রম নন।
শমিতার বলিউডি কেরিয়ার দিদি শিল্পার মতো সফল নয়। তার মধ্যেও তাঁর যে সব উল্লেখযোগ্য কাজ রয়েছে, তার মধ্যে ‘শারারা শারারা’ গানটি উল্লেখযোগ্য। সেই গানের সঙ্গে নাচতে নাচতেই বিগ বসের ঘরে প্রবেশ করেন নায়িকা। সঞ্চালক করণ জোহর প্রশ্ন করেন, ‘যদিও আমি তোমাকে অনেক বছর ধরে চিনি, কিন্তু দর্শক তোমার সম্পর্কে অল্প কিছু জানতে চাইবেন।’ শমিতা জানান, ওটিটিতে নিজেকে আবিষ্কার করতে চান। তাঁর অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার রয়েছে, তাও এই মঞ্চেই স্বীকার করে নেন।
The first connection is announced – #ShamitaShetty and #RaqeshBapat! Comment with a ? if you’re already a fan.
Watch them together in the #BiggBossOTT Premiere live: https://t.co/nByfQUFrN7#ItnaOTT #BiggBossOTT #BiggBossOTTVootSelect #VootSelect #BBOTT #BBOtt24x7 pic.twitter.com/SbJ29nzMnK
— Voot Select (@VootSelect) August 8, 2021
২০০০-এ ‘মহব্বতে’ ছবির মাধ্যমে বলিউডে অভিনয়ের কেরিয়ার শুরু করেন শমিতা। সে ছবির বক্স অফিসে সাফল্য পেয়েছিল। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্যা রাই বচ্চনের মতো শিল্পীরা অভিনয় করেছিলেন। কখনও ‘ঝলক দিখলা যা’, কখনও ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি’র মতো রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছেন শমিতা। এ বার রাজ পর্বের মধ্যেই ‘বিগ বস’-এর ঘরে কেমন পারফর্ম করবেন, সে দিকেই তাকিয়ে দর্শকের বড় অংশ।
বিগবসের এই ওটিটি স্ট্রিমিং চলবে ছয় সপ্তাহ অবধি। যে যে প্রতিযোগী নির্বাচিত হবেন তাঁদের নিয়ে যাওয়া হবে বিগবসের মূল বাড়িতে। যা সম্প্রচারিত হবে টিভিতে, সঞ্চালনা করবেন সলমন খান। সিজন জুড়ে রয়েছে একগুচ্ছ চমক।
আরও পড়ুন, ‘জ্যোতিষীর কথা শুনে যাঁরা নাম বদলেন ফেলেন, তাঁরা অসুরক্ষিত’, বললেন নওয়াজ