বিগ বসের ঘরে প্রথম থেকেই লাইমলাইটে শমিতা শেট্টি। তা কতটা তাঁর চলতি পারিবারিক বিপর্যয়ের কারণে, আর কতটা তাঁর নিজের কৃতিত্ব, তা নিয়ে অবশ্য মতানৈক্য রয়েছে সব মহলেই। তবে এ বার শিল্পা শেট্টির বোন হয়ে এতগুলো বছর কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়া যে মোটেই সহজ কাজ নয়, তা শেয়ার করলেন তিনি।
গত সাতদিনে শমিতার পারফরম্যান্স বেশ ভাল। অন্তত সঞ্চালক করণ জোহর তেমনই সার্টিফিকেট দেন। সেই কথোপকথনের সময়ই শিল্পার প্রসঙ্গ ওঠে। শমিতা স্পষ্ট জানান, ২০ বছর ধরে তিনি শুনে এসেছেন, একটাই বিশেষণ। শিল্পা শেট্টির বোন। যা মেনে নিয়ে কেরিয়ারে উন্নতি করা তাঁর পক্ষে খুব সহজ ছিল না।
শমিতা বলেন, “ইন্ডাস্ট্রিতে আমার ২০-২৫ বছরের জার্নি অনেকটাই আলাদা। মানুষ হিসেবে আমার আত্মবিশ্বাস এখন অনেক বেড়েছে। লোকে তো আমাকে শিল্পার বোন হিসেবে চিনতেন। দিদির এই ছায়া আমাকে রক্ষা করার জন্যই। আমি ভাগ্যবান। কিন্তু আসল শমিতাকে মানুষ চেনেন না, সেটার জন্য দুঃখও রয়েছে।” সে সময় করণ নাকি তাঁকে উদ্বুদ্ধ করতে শুরু করেন। অন্তত রিয়ালিটি শোয়ে পারফর্ম করার পর দর্শক যে তাঁকে তাঁর নামেই চিনবেন, এটুকু আশা করাই যায়।
প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে বিগ বস। আক্ষরিক অর্থেই যে কোনও সময় এই শো দেখতে পাবেন দর্শক। শুরুতেই বড় ঝামেলায় শমিতা। প্রথমে প্রতীক সেজপালের সঙ্গে খাবার নিয়ে সমস্যা তৈরি হয় তাঁর। সে সময় ঝামেলা মেটাতে এগিয়ে যান নিশান্ত। পরে দিব্যা আগরওয়ালের সঙ্গেই এ নিয়ে আলোচনার সময় শমিতা জানান, নিশান্তকে এই শোয়ে অংশ নেওয়ার আগে থেকেই চিনতেন। তবে ব্যক্তি পরিচয় ছিল না। এরপর আবার দিব্যার সঙ্গেও ঝামেলায় জড়ান তিনি।
সে সময় শমিতা বলেন, ‘একটা ঘটনা ঘটেছিল। আমি তার উল্লেখ করতে চাই না। কিন্তু সেটাতে নিশান্ত নিজের সীমা লঙ্ঘন করেছিল। আমি ওই ঘটনার পর ওকে বলেছিলাম, যা করেছে ভুল করেছে। তারপর থেকে ও আর আমার সঙ্গে কথা বলত না। আমি ওর সঙ্গে দূরত্ব বজায় রাখতে চেয়েছি। কারণ ওই ঘটনার কথা আর মনে করতে চাই না। ওই সময়ে ওর সঙ্গে দেখা হলে রিঅ্যাক্ট করে ফেলতাম, সেটা জানি।’ নিশান্ত পেশায় একজন কোরিওগ্রাফার। মঞ্চে বিভিন্ন ডান্স ফর্ম কোরিওগ্রাফ করার সময় শমিতার সঙ্গে তাঁর আলাপ হয়। বিগবসের ঘরে ঢুকেই শমিতা রবিবার বলেছিলেন, “সময় ভাল হোক বা খারাপ, যদি নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ না করি তাহলে কাজ কেন ছাড়ব?” বলেছিলেন, “বিগবসের অফার আমি অনেক আগেই পেয়েছি। আমি তখনই ওঁদের বলে দিয়েছিলাম এই রিয়ালিটি শো’য়ে অংশ নেওয়ার কথা। কিন্তু তার পর এত কিছু হয়ে গেল ভেবেছিলাম বিগ বসের ঘরে আমি প্রবেশ করব না। কিন্তু একবার যখন বলে দিয়েছি তখন সেখান থেকে মুখ ফেরানো উচিত নয়।” অর্থাৎ শমিতার বক্তব্য অনুযায়ী, পরিবারের উপর ঝড় ওঠার আগেই নাকি বিগবসে যাওয়া মনস্থির করে ফেলেছিলেন তিনি।
তবে মুম্বইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, শমিতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, বিগ বস ওটিটির কোনও অফারই শিল্পার কাছে ছিল না। শো অন এয়ার হওয়ার চার দিন আগে তাঁর কাছে নাকি প্রস্তাব পৌঁছয়। শো’য়ে প্রবেশের ঠিক এক দিন আগে হ্যাঁ বলেন শমিতা। সেই সূত্রের দাবি, প্রযোজক ও চ্যানেল ভেবেছিলেন শো’র টিআরপি বাড়াতে শমিতাকেই তুরুপের তাস মনে করেছেন তাঁরা। বিগবস এমন এক শো যেখানে প্রকাশ্যে চলে আসে ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি। প্রকাশ পেয়ে যায় নানা না বলা কথা। শমিতার জীবন জুড়ে চলা বিতর্ক বর্তমান সময়ে শো’র টিআরপি বাড়ানোর সহায়ক হবেই বলে মনে করেছেন। কী বলা যায় একে? পাব্লিসিটি স্টান্ট? যদিও সূত্রের এই বক্তব্যের সঙ্গে শমিতার বক্তব্যের কোনও মিল নেই।
আরও পড়ুন, ‘কিশমিশ’-এর থেকেও মিষ্টি কীসের খোঁজ পেলেন রুক্মিণী মৈত্র?
আরও পড়ুন, তুতো বোনের বিয়েতে ঐশ্বর্যা, কনে বিদায়ের সময় মাসিকে সামাল দিল আরাধ্যা!