Sonakshi Sinha: সোনাক্ষীর ৩৬, সাংসদ-বাবা মেয়ের যে ছবি শেয়ার করলেন তা দেখে অবাক সকলেই!

Sonakshi Sinha: দেখতে দেখতে ৩৬ বছর পার করে ফেললেন সোনাক্ষী সিনহা। মেয়ের জন্মদিনে আবেগঘন বাবা শত্রুঘ্ন। শেয়ার করেছেন এমন সব অদেখা ছবি, যা দেখে তাজ্জব নেটিজেন।

Sonakshi Sinha: সোনাক্ষীর ৩৬, সাংসদ-বাবা মেয়ের যে ছবি শেয়ার করলেন তা দেখে অবাক সকলেই!
সোনাক্ষী সিনহা ও শত্রুঘ্ন সিনহা।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 02, 2023 | 3:12 PM

দেখতে দেখতে ৩৬ বছর পার করে ফেললেন সোনাক্ষী সিনহা। মেয়ের জন্মদিনে আবেগঘন বাবা শত্রুঘ্ন। শেয়ার করেছেন এমন সব অদেখা ছবি, যা দেখে তাজ্জব নেটিজেন। এই সোনাক্ষীর দেখা খুবই কম মিলেছে আর আগে। শুধু কি ছবি? মেয়েকে নিয়ে শেয়ার করেছেন এক চিঠিও। যে চিঠির প্রতিটা লাইনে জড়িয়ে রয়েছে বাবার স্নেহ, আবেগ আর অনেকটা ভালবাসা। মেয়ের ছোটবেলার ছবি শেয়ার করে শত্রুঘ্ন লেখেন, “কীভাবে সময় চলে গিয়েছে। এই বিশেষ দিনে আমাদের চোখের মণীকে অনেক অনেক ভালবাসা। তোমার শক্তি, তোমার কৃতিত্বে আমরা গর্বিত, এগিয়ে যাও।”

ছোটবেলার যে ছবি শেয়ার করেছেন মেয়ের, তাতে তাঁকে চেনাই দায়। গোল মুখ, মিষ্টি হাসি… সে এক অন্য সোনাক্ষী।এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “দাহাড়ে অভিনয়ের মাধ্যমে যে মাইলস্টোন তুমি তৈরি করেছ, চারিদিকে তোমাকে নিয়েই চর্চা জারি।” শুধু কি বাবা? সামাজিক মাধ্যমেও মিলেছে শুভেচ্ছা। নায়িকা আরও এগিয়ে যান এমনটাই কামনা সকলের।

এ তো গেল বাবার শুভেচ্ছা, জন্মদিনে কী প্ল্যান নায়িকার? এর আগে এ নিয়ে সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে মুখ খুলেছিলেন সোনাক্ষী নিজেই। তিনি বলেন, “গত পাঁচ ছয় বছর ধরে জন্মদিনে আমি শুধু ট্র্যাভেলই করছি। আমি এবার আর তা করতে চাই না। কাছের বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটাতে চাই। হতে অয়ারি আমি আলিবাগে থাকব বা হয়তো লোনাভালাতে থাকব। এখনও নির্ধারণ করতে পারিনি।” এই মুহূর্তে হাতে বেশ কাজ রয়েছে সোনাক্ষীর। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে তাঁকে দেখা যাবে; ছবিতে সোনাক্ষী ছাড়াও রয়েছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।