Shefali Shah: সম্মান নিয়ে আমার কী হবে? কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন শেফালি

OTT Series: শেফালির কথায় একটা সময় এই সম্মান, এই সমাদর বাস্তবে প্রতিফলিত হচ্ছিল না। অর্থাৎ এ সম্মান কিংবা প্রশংসার ফলে যে পরিমাণ কাজ পাওয়া কথা ছিল তা তিনি পেয়ে ওঠেননি। ভাল চরিত্রের জন্য অপেক্ষা করতে হয়েছে বহুদিন। তবে বর্তমানে সে পরিস্থিতি পাল্টেছে।

Shefali Shah: সম্মান নিয়ে আমার কী হবে? কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন শেফালি

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 30, 2023 | 12:01 PM

১৯৯৩ সাল থেকে কেরিয়ার শুরু শেফালির। সিনেমা টেলিভিশন দুনিয়া কিংবা ওটিটি, ভাল চরিত্র পেলে কাজ করার কোনও সুযোগই ছাড়েননি তিনি। বারবার সম্মানিত হয়েছেন তাঁর এক একটি চরিত্র। তবে সম্মান দিয়ে তিনি কী করবেন? এমনই প্রশ্ন তুললেন এবার অভিনেত্রী। তাঁর কথায় অতীতে বহুবার তাঁর কাজকে পছন্দ করেছেন দর্শকেরা, বারবার তাঁর দক্ষতার প্রশংসা করেছেন সকলে, কিন্তু সেই প্রশংসা কিংবা সম্মান দিয়ে আদপে তাঁর কিছু করার ছিল না। কারণ তাঁর কাজ পাওয়ায় কথা ছিল, তা তিনি পাচ্ছিলেন কোথায়? শেফালির কথায় একটা সময় এই সম্মান, এই সমাদর বাস্তবে প্রতিফলিত হচ্ছিল না। অর্থাৎ এ সম্মান কিংবা প্রশংসার ফলে যে পরিমাণ কাজ পাওয়া কথা ছিল তা তিনি পেয়ে ওঠেননি। ভাল চরিত্রের জন্য অপেক্ষা করতে হয়েছে বহুদিন। তবে বর্তমানে সে পরিস্থিতি পাল্টেছে।

শেফালির কথায় এখন তাঁর হাতে বেশ ভাল কাজ। এখন তিনি সেই সম্মান মর্যাদার প্রতিফলন দেখতে পাচ্ছেন তাঁর কার প্রস্তাবে। মানুষ তাঁকে কাজের সুযোগ দিচ্ছে। ভাল ভাল চরিত্র দিচ্ছে। দিল্লি ক্রাইমস সিরিজের চরিত্র ভর্তিকা চতুর্বেদী রাতারাতি জনপ্রিয় হয়েছিল দর্শক মহলে। ‌শেফালির কথায়, ওটিটি-তে কাজ করার এক আলাদা সুখ। এখানে বহু অভিনেতাদের সঙ্গে কাজ করা যায় বিভিন্ন সাধের চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যায়। বর্তমানে তাঁর কাজ তাঁর চরিত্র যেভাবে সমাদৃত হচ্ছে, তাতে তিনি বেশ খুশি। আর এভাবেই একের পর এক ভাল চরিত্র তিনি দর্শকদের উপহার দিয়ে যেতে চান ‌। তাঁর কথায় যখন তাঁর চুটিয়ে কাজ করার সময় ছিল, তখন তিনি কাজের জন্য অপেক্ষা করতেন। তবে এখন আর অপেক্ষা নয়, মোটামুটি ভালই কাজ রয়েছে তাঁর ঝুলিতে, আনন্দের সঙ্গে দর্শকদের জানান শেফালি।