Shilpa Shetty Oops Moment: ‘আর একটু হলেই…’, খোলামেলা পোশাক পরে অস্বস্তিতে শিল্পা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 30, 2023 | 5:52 PM

Shilpa Shetty: যা দেখা মাত্রই খুব সহজেই বোঝা যায়, তিনি এই পোশাকে মোটেও স্বচ্ছন্দ বোধ করছেন না। উল্টে তাঁর অস্বস্তি হচ্ছে। নেট দুনিয়ারও তা বুঝে নিতে খুব একটা সমস্যা হল না। তাই ভিডিয়ো পোস্ট গহহতেই পলকে ভরে উঠল কমেন্ট বক্স।

Shilpa Shetty Oops Moment: আর একটু হলেই..., খোলামেলা পোশাক পরে অস্বস্তিতে শিল্পা

Follow Us

শিল্পা শেট্টি, বলিউডের যে সেলেবকে অন্যতম স্টাইলিস্ট স্টার বললে ভুল বলা হবে না। কারণ শিল্পা শেট্টি বরাবরই তাঁর ফিগার নিয়ে সচেতন, তাঁর লুক নিয়ে সচেতন, তাঁর ফ্য়াশন নিয়ে সচেতন। তবে এবার কেন ব্যতিক্রম ঘটল? খানিক খোলামেলা পোশাক পরতেই ঘটল বিপত্তি। ডিপ নেটলাইন, অফ শোল্ডারে পোশাক শরীরে ধরে রাখাটাই ছিল চ্যালেঞ্জ। গাড়ি থেকে নামতেই শিল্পাকে দেখা গেল বেজায় অস্বস্তি বোধ করতে। মায়ানগরীতে প্রকাশ্যে সেলেবদের দেখলেই পাপারাৎজিরা ঘিরে ঘরেন। প্রতিটা আপটেড পলকে চাই। তাই গাড়ি থেকে নামা মাত্রই একগুচ্ছ ক্যামেরার ফ্রেমে বন্দি বলেন শিল্পা। আর তখনই দেখা গেলে হাত দিয়ে জামা ওপরে তোলার চেষ্টা করতে। এমন কি হাতের নিচে তা চেপে ধরে রাখলেও তিনি। একবার নয়, একাধিকবার ঘটল এই ঘটনা।

যা দেখা মাত্রই খুব সহজেই বোঝা যায়, তিনি এই পোশাকে মোটেও স্বচ্ছন্দ বোধ করছেন না। উল্টে তাঁর অস্বস্তি হচ্ছে। নেট দুনিয়ারও তা বুঝে নিতে খুব একটা সমস্যা হল না। তাই ভিডিয়ো পোস্ট গহহতেই পলকে ভরে উঠল কমেন্ট বক্স। নেটিজ়েনরা তাঁর সমস্যা বুঝে ফেললেন। একদিকে যেমন তাঁর রূপের প্রশংসা করতে পিছপা হলেন না, তেমনই তাঁর সমস্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেও দ্বিধা বোধ করলেন না।

প্রসঙ্গত, শিল্পা শেট্টি এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবির কাজ নিয়ে। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর ঝুলিতে। সম্প্রতি শেষ করলেন তিনি রোহিত শেট্টি পরিচালিত ওটিটি সিরিজ। যেখানে পুলিশ সিরিজে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই সিরিজে তাঁর সঙ্গে থাকছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও। যার ক্লিপিং ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

Next Article