AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shilpa Shetty: মাতৃগর্ভেই মৃত্যু হতে পারত অভিনেত্রীর, শিল্পার মাকে কেন গর্ভপাতের নির্দেশ দিয়েছিলেন ডাক্তার?

Viral News: শিল্পার কথায় কবে থেকেই তিনি মনে করেন ছবির দুনিয়ার কাজ করা ছাড়াও তাঁর জন্মের পিছনে আরও কোনও কারণ ছিল। এই যে নিত্যদিন তিনি প্রতিটা মানুষকে অনুপ্রাণিত করেন...।

Shilpa Shetty: মাতৃগর্ভেই মৃত্যু হতে পারত অভিনেত্রীর, শিল্পার মাকে কেন গর্ভপাতের নির্দেশ দিয়েছিলেন ডাক্তার?
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 3:52 PM
Share

শিল্পা শেট্টি, জীবনে একাধিক ওঠা-পড়ার সাক্ষী থেকেছেন তিনি। সময় কোনও মানুষেরই সমান যায় না। কখনও ভাল, কখনও খারাপ, কখনও সুখ, কখনও দুঃখ, এই দোলা চলেই প্রতিটা মানুষের জীবন বাঁধা। আর তাই শিল্পা শেট্টির এই কঠিন সত্যিকে মেনে নিয়েই জীবন যাপন করতে পছন্দ করেন। সম্প্রতিতে এক সাক্ষাৎকারে শিল্পা শেট্টিকে বলতে শোনা গেল, তাঁর জন্মই নাকি এক আশ্চর্য গল্প। তাঁর মা যখন অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সময় বেশ কিছু সমস্যা দেখা দেয়। ডাক্তার প্রাথমিকভাবে এই সন্তান নিতে মানা করেছিলে শিল্পা শেট্টির মাকে। জানিয়েছিলেন মা কিংবা সন্তান কারওর একজনের ক্ষতি হতে পারে। এই সন্তান প্রসব যথেষ্ট ঝুঁকি সম্পন্ন হবে, সেই কারণেই গর্ভপাতের উপদেশও দেওয়া হয়েছিল শিল্পা শেট্টির মাকে। যদিও তিনি নিজের সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য ঝুঁকি নিতে ছিলেন রাজি।

হঠাৎই একবার প্রচন্ড রক্তক্ষরণ হয় শিল্পা শেট্টির মায়ের। যা দেখে অনেকেই অনুমান করেছিলেন, তাঁর হয়তো গর্ভপাত হয়ে গিয়েছে। কিন্তু না, তারপরেও জন্ম নেন শিল্পা শেট্টি, সুস্থ ছিলেন তিনি, সুস্থ ছিলেন তাঁর মাও। সম্প্রতিতে সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে এক পোস্ট করেন অভিনেত্রী, পাশাপাশি এক সাক্ষাৎকারেও তাঁকে এই প্রসঙ্গে মুখ খুলতে শোনা যায়। যেখানে শিল্পা শেট্টি স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর মা ছোট থেকেই তাঁকে বুঝিয়েছে তাঁর এই জন্ম নিশ্চই কোনও বিশেষ উদ্দেশ্যে। নয়তো এত বাধা পেরিয়ে কারওর জন্ম হওয়া খুব একটা সহজ বিষয় নয়।

শিল্পার কথায় কবে থেকেই তিনি মনে করেন ছবির দুনিয়ার কাজ করা ছাড়াও তাঁর জন্মের পিছনে আরও কোনও কারণ ছিল। এই যে নিত্যদিন তিনি প্রতিটা মানুষকে অনুপ্রাণিত করেন, প্রতিটা মানুষের মনে শক্তির যোগান দিতে পজিটিভ মেসেজ সোশ্যাল মিডিয়া শেয়ার করেন এটাই হয়তো তার লক্ষ্য। মানুষকে ভরসা দেওয়া মানুষের পাশে দাঁড়ানো। প্রতিটা মানুষের জীবনেই ভাল খারাপ দুই সময় আসে। শিল্পার কথায় কারওর জীবন ব্যতিক্রম নয়, আর তাই তাঁদের মানসিক জোর দেওয়া সেই সময় তাঁদেরকে শক্ত হাতে সহযোগিতা করাটাই এক গুরুত্বপূর্ণ কাজ। যা তিনি করার চেষ্টা করে চলেছেন বলেই দাবি করেন।