Kareena-Alia: রাহাকে রণবীরের মতো দেখতে বলায় কেন অরাজি হলেন আলিয়া?

Raha Kapoor: ৬ নভেম্বর ১ বছরে পা দিয়েছে রাহা। সেদিন কাপুরদের বাড়িতে উৎসব হয়েছিল রাহাকে কেন্দ্র করে। 'কফি উইথ করণ'-এর সেই এপিসোডে করিনা বলেছেন, "রাহাকে তো ওর বাবা রণবীর কাপুরের মতো দেখতে।" এটা শুনে নিমরাজি আলিয়া বলেছেন, "আমাদের দু'জনের মতোই দেখতে..."

Kareena-Alia: রাহাকে রণবীরের মতো দেখতে বলায় কেন অরাজি হলেন আলিয়া?
আলিয়া এবং রাহা।

| Edited By: Sneha Sengupta

Nov 16, 2023 | 1:50 PM

গর্বিত মা আলিয়া ভাট। তেমনটাই বারবার মনে হয়েছে ‘কফি উইথ করণ’-এর সিজ়ন ৮-এর এই এপিসোডে। তিনি এসেছিলেন তুতো ননদ করিনা কাপুর খানের সঙ্গে। এবং এসে একরত্তি কন্যা রাহা কাপুরকে নিয়ে অনেক কথা বলেছেন আলিয়া। তাঁর কথা থেকেই বোঝা গিয়েছে, কন্যা রাহাতে তিনি কতখানি মগ্ন। এমন-এমন কথা বলেছেন আলিয়া, যা শুনে যে কোনও মা-ই নিজের সঙ্গে একাত্ম করতে পারবেন।

আলিয়া বলেছেন যে, রাহাকে নাকি জিজ্ঞেস করা হয় ‘কে রাহা?’ সে নিজের দিকে আঙুল তুলে দেখায় সে। বাবাকে চেনাতে বললে রণবীর কাপুরের দিকে আঙুল তাক করে, মাকে চেনাতে বলতে আলিয়াকে দেখায়। আলিয়া এবং রণবীরের বারবার এমনটা রাহাকে জিজ্ঞেস করতে ভাল লাগে না। কিন্তু তাও তাঁরা জিজ্ঞেস করেন কারণ, রাহার ভাবভঙ্গি দেখতে পছন্দ করেন তাঁরা।

এ ছাড়াও ‘কফি উইথ করণ’-এর সেই এপিসোডে এসে আলিয়া জানিয়েছেন, সক্কালে উঠে তিনি রাহার সঙ্গে কী করেন। বলেছেন, “সকালে রাহাকে কোলে নিয়ে বসে থাকতে আমার খুব ভাল লাগে। সেই সময় ঘরে কেউ যখন না থাকে আমি ওর সঙ্গে একান্তে কথা বলি। আমার জীবন, আমার কাজ নিয়ে কথা বলি। ওকে জানাই ওর জন্য আমি কী-কী প্রার্থনা করি। রাহা সুস্বাস্থ্যের অধিকারী। সে হাসিখুশি বাচ্চা। আমাদের জীবনের সূর্যকিরণ।”

৬ নভেম্বর ১ বছরে পা দিয়েছে রাহা। সেদিন কাপুরদের বাড়িতে উৎসব হয়েছিল রাহাকে কেন্দ্র করে। ‘কফি উইথ করণ’-এর সেই এপিসোডে করিনা বলেছেন, “রাহাকে তো ওর বাবা রণবীর কাপুরের মতো দেখতে।” এটা শুনে নিমরাজি আলিয়া বলেছেন, “আমাদের দু’জনের মতোই দেখতে…”