Bolly Gossip: আমার ফ্ল্যাটে সলমনকে হাতেনাতে ধরে সঙ্গীতা, বিয়ে ভাঙে ওদের: সোমি আলি

Bolly Gossip: কার্ড ছাপা হয়ে গিয়েছিল, আমন্ত্রণও পৌঁছে গিয়েছিল সকলের কাছে। তা সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে ভেঙে যায় সলমন খান ও সঙ্গীতা বিজলানির বিয়ে। কিন্তু কেন? এত বছর ধরে এই সত্যই চাপা পড়েছিল কোন অন্ধকারে।

Bolly Gossip: আমার ফ্ল্যাটে সলমনকে হাতেনাতে ধরে সঙ্গীতা, বিয়ে ভাঙে ওদের: সোমি আলি
একেবারে শেষ মুহূর্তে ভেঙে যায় সলমন খান ও সঙ্গীতা বিজলানির বিয়ে। কিন্তু কেন?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 9:57 PM

কার্ড ছাপা হয়ে গিয়েছিল, আমন্ত্রণও পৌঁছে গিয়েছিল সকলের কাছে। তা সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে ভেঙে যায় সলমন খান ও সঙ্গীতা বিজলানির বিয়ে। কিন্তু কেন? এত বছর ধরে এই সত্যই চাপা পড়েছিল কোন অন্ধকারে। এবার সামনে এল সবটা। সলমনের আর এক প্রাক্তন সোমি আলি করলেন এক বিস্ফোরক মন্তব্য। জানালেন, তাঁর ফ্ল্যাটেই ঘনিষ্ঠ অবস্থায় সলমনকে হাতেনাতে পাকড়াও করেন সঙ্গীতা। এর পরেই সলমনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। সোমির কথায়, “সলমন সঙ্গীতার সঙ্গে যা করেছে, আমার সঙ্গেও পরবর্তীতে ও একই জিনিস করেছে। একেই বোধহয় কর্মফল বলে। আমি যখন বড় হয়েছি, তখন বুঝতে পেরেছি।”

১৯৮৬ সালে সম্পর্কে জড়ান সলমন ও সঙ্গীতা। প্রায় আট বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। ১৯৯৪ সালে তাঁদের বাগদানও হয়ে যায়। বিয়ের কথাও হয়ে যায় পাকা। কিন্তু বিয়ের ঠিক কিছু দিন আগেই হঠাৎ জানা যায়, তাঁরা বিয়ে করছেন না। এর আগে সঙ্গীতার সঙ্গে বিয়ে নিয়ে এক টক শো’য়ে মুখ খুলেছিলেন সলমন। করণ জোহরের প্রশ্নে তিনি বলেন, “একটা সময় ছিল যখন আমি বিয়ে করতে চাইতাম। কিন্তু সব কিছু ঠিকঠাক হল না।” করণ প্রশ্ন করেছিলেন, সলমনকে নাকি অন্য মেয়ের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা? সলমন উত্তর দিয়েছিলেন, “হ্যাঁ, খানিকটা। আসলে আমি খুব বোকা ছিলাম।” যদিও পরমুহূর্তেই প্রসঙ্গ বদলে দেন তিনি। প্রায় ৬০ ছুঁতে চলেছেন সলমন খান। জীবনে এসেছে বহু নারী। যদিও আজও তিনি সিঙ্গল।