Salman-SRK: সলমনের বিরুদ্ধে শাহরুখের ভিডিয়োকেই অস্ত্র করে এগোচ্ছেন প্রাক্তন প্রেমিকা?
Salman-SRK: সলমনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের এক ভিডিয়ো শেয়ার করেছেন সোমি।
সলমন খানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে এনেছেন সোমি আলি। ধারাবাহিক ভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন সলমন– এমনটাই দাবি করেছিলেন সোমি। সলমনের বিরুদ্ধে তাঁর প্রতিবাদে এবার কি শাহরুখ খানকেই অস্ত্র করে এগোতে চাইছেন সোমি? তাঁর নিজস্ব শো-য়ে সোমি দাবি করেছেন সলমনের সঙ্গে যে আট বছর তিনি কাটিয়েছেন তা নাকি মারাত্মক। সোমির কথায়, “এই আট বছরে হাজারটা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে সলমন। আমায় কুৎসিত, মাথামোটা বলেছে। এমনকি সবার সামনে আমায় প্রেমিকা বলে পরিচয় দিতেও ও লজ্জা পেত। পরে যখন পরিচয় দিত তখন বন্ধুদের সামনে আমায় নিয়ে মজা করত। এখানেই থামেননি সোমি। তিনি আরও যোগ করেন, সম্পর্কের বাইরে সলমনের নানা সম্পর্কের কারণে তিনিও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। সে সময় সলমন নাকি তাঁকে বলেছিলেন ঠকানোর অধিকার শুধু পুরুষদের, মহিলাদের নয়, — এমনটাও অভিযোগ সোমির। বারংবার শারীরিক-মানসিক অত্যাচারের মুখে পড়তে হয় তাঁকে, বলে জানান সোমি আলি।
সলমনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের এক ভিডিয়ো শেয়ার করেছেন সোমি। ভিডিয়োতে শাহরুখ বলেছিলেন, মহিলার সামনে গালিগালাজ করা তিনি পছন্দ করেন না। কোনও মহিলাকে নির্যাতনকে তিনি ঘৃণা করেন। সলমন ও শাহরুখ বন্ধু। এক বন্ধুর বিরুদ্ধে যখন গুচ্ছ গুচ্ছ অভিযোগ এনেছেন সোমি তখন অন্য বন্ধুর গুণগান গেয়েছেন তিনি। নেটিজেনদের প্রশ্ন তবে কি সলমনের বিরুদ্ধে জেহাদে শাহরুখকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছেন সোমি?
প্রসঙ্গত, কিছু দিন আগেই সলমনকে উল্লেখ করে এক বিস্ফোরক পোস্ট করেছিলেন সোমি। পরে যদিও তা তিনি মুছে দেন। সোমি লেখেন, “তুমি ভীরু, কাপুরুষ। আইন দেখিও না। তোমার ওই সিগারেটের ছ্যাঁকা, মানসিক ও শারীরিক নির্যাতন থেকে রক্ষা করার জন্য আমার পাশে ৫০ জন আইনজীবী রয়েছেন”। এখানেই থামেননি তিনি তাঁর অভিযোগ, সলমন খান পুরুষতন্ত্রে ধ্বজাধারী। এমনকি তাঁর বিরুদ্ধে সোমি এনেছেন মারধরের অভিযোগও। যে সব অভিনেত্রী এর পরেও সলমনের পাশে দাঁড়ান তাঁদেরও ধিক্কার জানিয়েছিলেন সোমি। যদিও সোমির ধারাবাহিক বিস্ফোরণেও এখনও পর্যন্ত চুপই রয়েছেন সলমন।