Katrina-Alia: ‘সুহাগ রাত একটা মিথ’, আলিয়া ভাটের এই মন্তব্যে ক্যাটরিনা কাইফ এ কি বললনে!

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 05, 2022 | 4:23 PM

Katrina-Alia: ক্যাটরিনা সামনে আর আলিয়া ভাটকে নিয়ে প্রশ্ন হবে না তাও কি হয়? এমনিতেও করণের বিরুদ্ধে তাঁর মানস কন্যা আলিয়াকে নিয়ে পক্ষপাতদুষ্টতার অভিযোগ রয়েছে...

Katrina-Alia: ‘সুহাগ রাত একটা মিথ’, আলিয়া ভাটের এই মন্তব্যে ক্যাটরিনা কাইফ এ কি বললনে!
আলিয়ার মন্তব্যে ক্যাটরিনা এ কি বললেন!

Follow Us

ক্যাটরিনা কাইফ তাঁর আসন্ন ছবি ‘ফোন ভূত’ ছবির দুই সহ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরের সঙ্গে হাজির করণ জোহরের কফি উইথ করণ সিজন ৭ শোতে কফি খেতে। করণের কাছে আসবেন আর মজাদার প্রশ্নর মুখোমুখি হবে না, সে তো হবে না। হলোও। ক্যাটরিনা সামনে আর আলিয়া ভাটকে নিয়ে প্রশ্ন হবে না তাও কি হয়? এমনিতেও করণের বিরুদ্ধে তাঁর মানস কন্যা আলিয়াকে নিয়ে পক্ষপাতদুষ্টতার অভিযোগ রয়েছে, তবে এক্ষেত্রে ক্যাটরিনার প্রাক্তন প্রেমিকের (রণবীর কাপুর) স্ত্রীকে নিয়ে কিছু বলবেন না, তা তো হওয়া জো নেই করণের থেকে। অতএব প্রশ্ন গেল ক্যাটের কাছে। সেই প্রশ্নের কী উত্তর দিলেন ভিকি কৌশলের ঘরণী? আর সেই উত্তর শুনে করণ সহ বাকি দুই অভিনেতা থ!

কী ছিল প্রশ্ন? কফি উইথ করণ ৭-এর প্রথম পর্বে আলিয়া ভাট ‘সুহাগ রাতের’ ধারণাটি একটি মিথ বলে মনে করেন, এমনটাই জানিয়েছিলেন। আলিয়া উল্লেখ করেছিলেন যে তিনি তাঁর বিয়ের পরে এতটাই ক্লান্ত ছিলেন, সুহাগ রাতের জন্য তাঁর কোনও শক্তি অবশিষ্ট ছিল না।

আলিয়ার এই মন্তব্যের উল্লেখ করে করণের প্রশ্ন ক্যাটরিনাকে, তিনি এই কী বলতে চান? কাইফ বিষয়টি উপভোগ করে শুধু  মন্তব্যটিতে প্রতিক্রিয়াই জানাননি, দিয়েছেন একটি বিকল্প সমাধানও। ক্যাটরিনা বলেন, ‘সব সময় সুহাগ রাত হতে হবে এমন নয়, সুহাগ দিনও তো হতে পারে!’ করণ একটু থেমে জবাব দিয়েছেন যে তাঁর পরামর্শটি পছন্দ হয়েছে।

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে একটি অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন। রাজস্থানের একটি রয়্যাল ফোর্ট রিসোর্টে বিয়ে করেন এই দম্পতি। করণকে বিয়েতে ডাকেননি ক্যাটরিনা। তা নিয়ে অসন্তোষ রয়েছে করণের। যা তিনি ঠারেঠোরে অনেকবারই উল্লেখ করেন। তিনি শুধু প্রতিশোধ নিতে বিয়ে করতে চান বলেও একবার জানিয়েছিলেন।  অন্যদিকে, আলিয়া এবং রণবীর এই বছরের শুরুতে এপ্রিল মাসে তাঁদের বাড়িতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের  উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন। করণও সেখানে ছিলেন। দম্পতি একসঙ্গে তাঁদের প্রথম সন্তানকে জীবনে আহ্বান করছেন।

ক্যাটরিনাকে সলমন খান এবং ইমরান হাসমির সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে আগামী বছর ঈদে। অবশ্য তার আগেই সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরের সঙ্গে ‘ফোন ভূত’ মুক্তি পাবে তাঁর।  অন্যদিকে রণবীর-আলিয়াকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে ৯ সেপ্টেম্বর, ২০২২-এ সিনেমা হলে। এর পাশাপাশি, তিনি রণবীর সিংয়ের সঙ্গে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির কাজও শেষ করেছেন।

 

Next Article