The Archies: হঠাৎ কেন মুম্বইয়ের রাস্তায় নেমে এলেন সুহানা, অগস্ত্যরা? দিলেন খুশির খবর

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 29, 2023 | 2:10 PM

Netflix: সুহানা খান, অগস্ত্য নন্দা এবার মুম্বইয়ের পথে নামলেন এই সিরিজের মুক্তির দিন ঘোষমা করতে। এই টিম যে জনসংযোগ ভালই তৈরি করেছে, তার প্রমাণ মিলেছে এতদিনে। এই সিরিজ ওটিটিতে কবে আসতে চলেছে তা নিয়ে কোনও স্পষ্ট উত্তর মেলেনি এতদিন। তবে এবার মিলল সুখবর।

The Archies: হঠাৎ কেন মুম্বইয়ের রাস্তায় নেমে এলেন সুহানা, অগস্ত্যরা? দিলেন খুশির খবর

Follow Us

জোয়া আখতরের সর্বাধিক চর্চিত কাজ এখন দ্য আর্চিজ। একগুচ্ছ স্টারকিড নিয়ে পর্দায় উপস্থিত হচ্ছেন তিনি। গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই এই খবর নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। যেখানে শাহরুখ কন্যা সুহানা খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন নাতী অগস্ত্য নন্দী, শ্রীদেবী কন্যা খুশি কাপুর, সকলেই একযোগে ডেবিউ করছেন। যার ফলে ছবি নিয়ে দর্শক মহলে উত্তেজনার পারদ তুঙ্গেয তবে না, ছবি নয়, ওয়েব সিরিজ়, নেটফ্রিক্সেই আসতে চলেছে এই সেলেরকিডদের প্রথম কাজ। সকলেই তাই তাকিয়ে রয়েছেন এই সিরিজের দিকে। যেখানে থেকে বলিউড পাবে একগুচ্ছ নতুন মুখ, পাশাপাশি বোঝা যাবে কোন সেলেব কিডের কত ক্ষমতা। ফলে এই কাজ বেশ হাইভোল্টেজ। শুটিং হয়ে গিয়েছে, মুক্তি পেয়েছে ছবির ট্রেলার টিজ়ারও। তবে এই সিরিজ ওটিটিতে কবে আসতে চলেছে তা নিয়ে কোনও স্পষ্ট উত্তর মেলেনি এতদিন। তবে এবার মিলল সুখবর।

সুহানা খান, অগস্ত্য নন্দা এবার মুম্বইয়ের পথে নামলেন এই সিরিজের মুক্তির দিন ঘোষমা করতে। এই টিম যে জনসংযোগ ভালই তৈরি করেছে, তার প্রমাণ মিলেছে এতদিনে। ১৫ অগাস্টের দিন এক রেস্তোরার উদ্দ্যোগে সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে সামিল হয়েছিলেন তাঁরা। এবার নামলেন পথে। নাহ, কোনও পাঁচতারা হোটেলে পার্টি ঠেকে দিন ঘোষণা নয়, সাধারণ মানুষের মধ্যে থেকেই এবার সিরিজ মুক্তির খবর সামনে আনলেন তাঁরা। ৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই সিরিজ। মুম্বইয়ের ওয়েস্টার্ন হাইওয়ে-তেই উপস্থিত থাকতে দেখা গেল তাঁদের। প্রচারের এই ভিডিয়ো সকলেই নিজ নিজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। সকলেই একযোগে শুভেচ্ছা জানালেন স্টারকিডদের। এখন দেখার প্রথম কাজে কতটা নজর কাড়তে পারেন এই নেপোকিডরা।

Next Article