সুহানা খান– স্টারকিড লিনিয়েজ নিয়েই জন্মেছেন তিনি। শাহরুখ খান সম্পর্কে তাঁর বাবা। সব কেরিয়ার শুরু করেছেন তিনি। হাতে ছবি বলতে শুধুমাত্র ‘দ্য অর্চিজ’। এ ছাড়াও রয়েছে বেশ কিছু বিজ্ঞাপনের কাজ। হাতে এসেছে কাঁচা পয়সা। এবার নিজের উপার্জিত টাকা দিয়েই আলিবাগের মতো বিলাসবহুল জায়গায় জমি কিনে ফেললেন শাহরুখ কন্যা। জমির দাম শুনলে ভিরমি খেতেই পারেন, সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। হাজার হোক কিং খানের মেয়ে বলে কথা!
রিপোর্ট বলছে, “আলিবাগের রায়গড় জেলায় প্রায় দেড় একরের মতো জমি কিনেছেন সুহানা খান। পুরোটাই চাষজমি। ওই জমি কিনতে তাঁর লেগেছে প্রায় ১২ কোটি ৯১ লক্ষ টাকা।” বাড়ির দলিল বলছে, গত ১ জুন জমির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রসঙ্গত, নিজের টাকায় জমি কেনার পরেই সুহানা খানকে নিয়ে শুরু হয়েছে চর্চা। চর্চা না বলে বরং সমালোচনা বলা ভাল। নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন, “এত টাকা সুহানা কোথা থেকে পেলেন?” তাঁদের জিজ্ঞাসা, ‘একটা কাজ করে কি এত টাকা আদপে পাওয়া যায়?” বিভিন্ন সংবাদমাধ্যম থেকে আরও জানা গিয়েছে, সুহানার আগে ওই জমির মালিকানা ছিল অঞ্জলি, রকেহা ও প্রিয়া খোট নামক তিন বোনের। যদিও বর্তমান মালিক তিনি। কেরিয়ারের শুরুতেই যে সম্পত্তি বাড়ানোতে মনোনিবেশ করেছেন সুহানা, তাতে অনেকেই আবার তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। তাঁদের পাল্টা যুক্তি, “সুহানার বয়স মাত্র ২৩। এই বয়সেই তিনি যে সংসারী, টাকা উড়িয়ে দিচ্ছেন না, অন্তত এই কারণে তাঁকে শুভেচ্ছা জানানো উচিৎ।”
প্রসঙ্গত, শীঘ্রই বলিউডে ডেবিউ করবেন সুহানা। বলিউডের তাঁর প্রথম কাজ জোয়া আখতারের হাত ধরেই। ইতিমধ্যেই সেটির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে সুহানার ঝলমলে উপস্থিতি বেশ ভাল লেগেছে দর্শকদের। গোটা ছবিটি দর্শকের কেমন লাগে এখন সেটাই দেখার। এর আগে ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ নামক এক শর্টফিল্মে কাজ করেছেন সুহানা। তাঁর সেই কাজ কিন্তু বেশ ভাল লেগেছিল দর্শকদের।
সুহানা খান– স্টারকিড লিনিয়েজ নিয়েই জন্মেছেন তিনি। শাহরুখ খান সম্পর্কে তাঁর বাবা। সব কেরিয়ার শুরু করেছেন তিনি। হাতে ছবি বলতে শুধুমাত্র ‘দ্য অর্চিজ’। এ ছাড়াও রয়েছে বেশ কিছু বিজ্ঞাপনের কাজ। হাতে এসেছে কাঁচা পয়সা। এবার নিজের উপার্জিত টাকা দিয়েই আলিবাগের মতো বিলাসবহুল জায়গায় জমি কিনে ফেললেন শাহরুখ কন্যা। জমির দাম শুনলে ভিরমি খেতেই পারেন, সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। হাজার হোক কিং খানের মেয়ে বলে কথা!
রিপোর্ট বলছে, “আলিবাগের রায়গড় জেলায় প্রায় দেড় একরের মতো জমি কিনেছেন সুহানা খান। পুরোটাই চাষজমি। ওই জমি কিনতে তাঁর লেগেছে প্রায় ১২ কোটি ৯১ লক্ষ টাকা।” বাড়ির দলিল বলছে, গত ১ জুন জমির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রসঙ্গত, নিজের টাকায় জমি কেনার পরেই সুহানা খানকে নিয়ে শুরু হয়েছে চর্চা। চর্চা না বলে বরং সমালোচনা বলা ভাল। নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন, “এত টাকা সুহানা কোথা থেকে পেলেন?” তাঁদের জিজ্ঞাসা, ‘একটা কাজ করে কি এত টাকা আদপে পাওয়া যায়?” বিভিন্ন সংবাদমাধ্যম থেকে আরও জানা গিয়েছে, সুহানার আগে ওই জমির মালিকানা ছিল অঞ্জলি, রকেহা ও প্রিয়া খোট নামক তিন বোনের। যদিও বর্তমান মালিক তিনি। কেরিয়ারের শুরুতেই যে সম্পত্তি বাড়ানোতে মনোনিবেশ করেছেন সুহানা, তাতে অনেকেই আবার তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। তাঁদের পাল্টা যুক্তি, “সুহানার বয়স মাত্র ২৩। এই বয়সেই তিনি যে সংসারী, টাকা উড়িয়ে দিচ্ছেন না, অন্তত এই কারণে তাঁকে শুভেচ্ছা জানানো উচিৎ।”
প্রসঙ্গত, শীঘ্রই বলিউডে ডেবিউ করবেন সুহানা। বলিউডের তাঁর প্রথম কাজ জোয়া আখতারের হাত ধরেই। ইতিমধ্যেই সেটির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে সুহানার ঝলমলে উপস্থিতি বেশ ভাল লেগেছে দর্শকদের। গোটা ছবিটি দর্শকের কেমন লাগে এখন সেটাই দেখার। এর আগে ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ নামক এক শর্টফিল্মে কাজ করেছেন সুহানা। তাঁর সেই কাজ কিন্তু বেশ ভাল লেগেছিল দর্শকদের।