Suhana Khan: ‘খুব নার্ভাস লাগছিল’, প্রথমদিন শুটের অভিজ্ঞতা কেমন ছিল সুহানার?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 05, 2023 | 11:49 AM

Suhana Khan: অবশেষে সেই অপেক্ষার পালা শেষ। জোয়া আখতরের আগামী ওয়েব সিরিজ দ্য আর্চিজ়-এ থাকতে চলেছেন সুহানা খান। সম্প্রতি এক ইভেন্টে তিনি জানালেন প্রথম দিনের শুটিং অভিজ্ঞতা তাঁর কেমন ছিল।

Suhana Khan: খুব নার্ভাস লাগছিল, প্রথমদিন শুটের অভিজ্ঞতা কেমন ছিল সুহানার?

Follow Us

সুহানা খান, শাহরুখ খানের মেয়ে বলে কথা। তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন শত শত মানুষ। অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন সুহানা খান। বিদেশে থাকার সময় কলেজে বেশ কিছু বন্ধুর সঙ্গে কয়েকটি শর্ট ফিল্ম বানিয়েছেন। যা মাঝেমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ওঠে। তবে পূর্ণাঙ্গ ছবিতে অতীতে পাওয়া যায়নি সুহানাকে, সকলেই অপেক্ষা করেছিলেন কবে শাহরুখ খানের কন্যা বলিউডে পা রাখবেন? অবশেষে সেই অপেক্ষার পালা শেষ। জোয়া আখতরের আগামী ওয়েব সিরিজ দ্য আর্চিজ়-এ থাকতে চলেছেন সুহানা খান। সম্প্রতি এক ইভেন্টে তিনি জানালেন প্রথম দিনের শুটিং অভিজ্ঞতা তাঁর কেমন ছিল।

সুহানা জানিয়েছিলেন, বহু স্টারের মাঝে, বহু কাস্ট আর ক্রু সদস্যদের মাঝে কেমন যেন খেয়ে হারিয়ে ফেলছিলেন তিনি। সুহানার কথায়, ‘মেকআপ, সেট, লাইট, ক্যামেরা, পোশাক, অভিনয় সবটা নিয়ে প্রথম দিন ভীষণ নার্ভাস ছিলাম। পাশাপাশি কোথাও কি একটা দায়িত্ববোধও কাজ করছিল। তবে এই সেটে সবটাই এত পরিবারের মত ছিল এতটা কমফোর্ট অনুভব করেছি যে বিষয়টা অনেকটা সহজ হয়ে দাঁড়ায়।’ এত গেল কাজের কথা, কাজের বাইরে তাঁর অভিনয় নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ সমালোচক কে সুহানার জীবনে? এ প্রশ্নের উত্তরে সুহানা খান জানান, অবশ্যই তাঁর মা-বাবা, শাহরুখ খান ও গৌরী খান।

সুহানার কথায়, ‘সমালোচক কি না বলতে পারব না, তবে ঠিক ভুলটা ধরিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, গাইড করা এ সবটাই তাঁদের কাছ থেকে পেয়ে থাকি।’ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজ। ইতিমধ্যেই সুহানার কাছে একাধিক ছবির প্রস্তাব পৌঁছে গিয়েছে। শোনা যাচ্ছে তিনি নাকি শাহরুখ খানের একটি ছবিতেও থাকতে পারেন যে ছবি পরিচালনা করবেন পরিচালক সিদ্ধান্ত। তবে এই খবরের সত্যতা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ এই ছবির অফিসিয়াল ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। শাহরুখ খান কিংবা সুহানা খান কেউ-ই এমন কোনও ছবির কথা প্রকাশে জানাননি। যাঁর ফলে সবটাই জল্পনা। এখন কেবল দেখার শাহরুখ কন্যা তাঁর প্রথম কাজে কতটা বাজিমাত করে। কেবল স্টারকিডের টকমা নিয়েই থেকে যায়, নাকি আলিয়া ভাটের মত নিজেকে প্রমাণ করে একের পর এক দস্তুর মত কাজ উপহার দিতে চলেছেন বলিউডকে। তা সময়ই বলবে।

Next Article