Sunny Leone: সেলফি তুলতে চাইল শিশু, মাকে সানির প্রশ্ন, ‘ও জানে আমি কে?’

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 30, 2021 | 1:06 PM

Sunny Leone: সানি জানিয়েছেন, একবার এক মহিলা তাঁর সন্তানকে নিয়ে সানির কাছে এসে জানান, ওই মহিলা নন। তাঁর শিশু সন্তান নাকি সানির সঙ্গে সেলফি তুলতে চায়!

Sunny Leone: সেলফি তুলতে চাইল শিশু, মাকে সানির প্রশ্ন, ‘ও জানে আমি কে?’
সানি লিওন।

Follow Us

কয়েক বছর আগে ছিল অটোগ্রাফ। আর এখন হয়েছে সেলফির যুগ। সেলেবদের দেখে অনুরাগীরা সেলফি তুলতে চাইবেন, এ তো নতুন নয়। এমন অভিজ্ঞতার সম্মুখীন বহুবার হয়েছেন সানি লিওন। তবে কোনও এক শিশু তাঁর সঙ্গে সেলফি তুলতে চাইছে, এ অভিজ্ঞতা খুব কম সেলেবের হয়। সানি নিজের তেমনই এক অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ্যে শেয়ার করেছেন।

সানি জানিয়েছেন, একবার এক মহিলা তাঁর সন্তানকে নিয়ে সানির কাছে এসে জানান, ওই মহিলা নন। তাঁর শিশু সন্তান নাকি সানির সঙ্গে সেলফি তুলতে চায়! তা শুনে অবাক সানি প্রশ্ন করেন, ‘ও কি জানে আমি কে?’ সত্যিই একজন শিশুর পক্ষে সানি লিওনের পরিচয় জানা কিছুটা মুশকিল। তাঁর মা অবশ্যই সানির পরিচয় জানতে পারেন। কিন্তু শিশুর পক্ষেও কি জানা সম্ভব! শুধু পরিচয় জানা নয়, অতটুকু বয়সে অনুরাগী হয়ে পড়া সানির কাছে কিঞ্চিৎ অবাক হওয়ার মতো বিষয়ই বটে।

‘ওয়ান মাইক স্ট্যান্ড’ নামক স্ট্যান্ড আপ কমেডি শো’য়ে অংশ নিয়েছেন সানি লিওনি। চেনা ছকের বাইরে গিয়ে চেখে দেখেছেন এক নতুন দুনিয়া। আর তাতে তাঁর অনুভব র‍্যাম্পে পড়ে যাওয়ার থেকেও অনেক বেশি চাপের এই স্ট্যান্ড আপ কমেডি। সানির কথায়, “আমি স্ট্যান্ড আপ কমেডি ভালবাসি। এ নিয়ে অনেক শো দেখেছি। দেখে মনে হয় কমেডিয়ান কি স্বাভাবিক ভাবে পারফর্ম করছে। কিন্তু মঞ্চে উঠলে বোঝা যায়, দর্শকের সঙ্গে কানেক্ট করা কতটা কষ্টের।” সানি যোগ করেন, “আমি সব সময় আমার অন্যরকম দিকগুলিও অনুরাগীদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ওয়ান মাইক স্ট্যান্ডের প্রথম সিজন ব্যক্তিগত ভাবে বেশ উপভোগ করেছিলাম। বড় বড় ডায়লগ মনে রাখা একরকম আর লাইভ পারফর্ম করা আর এক রকমের অভিজ্ঞতা। র‍্যাম্পে পড়ে যাওয়ার থেকেও ভয়ঙ্কর। মনে করুক একটা জোক বললাম আর কেউ হাসল না, তখন!”

সানি ভয় পেলেও তাঁর পারফরম্যান্স বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সানির এই দিককে আবিষ্কার করে উচ্ছ্বসিত তাঁরাও। ওই সিজনে সানি লিওনি ছাড়াও রয়েছেন রাফতার, ফে ডি’সুজাসহ বিভিন্ন পেশার মানুষ। ‘ওয়ান মাইক স্ট্যান্ড’-এ এসে নিজের ব্যক্তিগত জীবনের কথাও শেয়ার করেছেন সানি। জানিয়েছেন স্বামী ড্যানিয়েললে ডেট করার আগে এক কমেডিয়ানকে ডেট করেছিলেন তিনি। সেই কমেডিয়ান হলেন রাসেল পিটার। সানি জানান, রাসেল ও তিনি ভীষণ ভাল বন্ধু ছিলেন। কিন্তু হঠাৎ করেই ডেট করতে শুরু করেন। আর তাতেই সমস্যার সূত্রপাত। সম্পর্কে যাবতীয় রসায়ন ঘেঁটে যায়। তাঁর কথায়, “আমরা দুজনেই ব্যাপারটা ঘেঁটে ফেলেছিলাম। আমরা ভীষণ ভাল বন্ধু ছিলাম। কেন যে ডেট করতে শুরু করলাম কে জানে! সবচেয়ে খারাপ কাজ হয়েছিল ওকে ডেট করা। যদি তা না করতাম তাহলে এখনও আমরা ভীষণ ভাল বন্ধু থাকতাম।” তাঁকে জিজ্ঞাসা করা হয়, রাসেল যে সব কমেডি করেন তার কোনও একটি টপিক সানিকে নিয়ে হয় কি না। সানি জানান, তিনি শুনেছেন, রাসেলের বেশ কয়েকটি জোকের টপিক তিনি।

২০১১-এর ৯ এপ্রিল ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি। তাঁদের তিন সন্তান রয়েছে। ছয় বছরের কন্যা সন্তানের নাম নিশা। রয়েছে তিন বছরের দুই যমজ পুত্র সন্তান– নোয়া ও আসের। তাঁদের স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ মধুর।

আরও পড়ুন, Aryan Khan Jail: জেলের বাইরে আরিয়ান খান, হোটেলে ছেলের অপেক্ষায় শাহরুখ

Next Article