Sushmita-Sikandar: সুস্মিতা, সিকন্দরের নতুন পোস্টে ইঙ্গিত ‘আরিয়া’-র ফেরার!

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Dec 07, 2022 | 8:38 PM

Sushmita-Sikandar: কিছুদিন আগে, সিজন ৩-তে তাঁর চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে সুস্মিতা বলেছিলেন...

Sushmita-Sikandar: সুস্মিতা, সিকন্দরের নতুন পোস্টে ইঙ্গিত আরিয়া-র ফেরার!
'আরিয়া' রূপে ফিরছেন সুস্মিতা, পোস্ট করে জানালেন সিকন্দর

Follow Us

সুস্মিতা সেনের (Sushmita Sen) অনুরাগীদের জন্য সুখবর। বিশেষ করে যাঁরা অপেক্ষা করছিলেন আরিয়া(Aarya) সিজন ৩এর তাঁদের জন্য সিরিজের গুরুত্বপূর্ণ অন্য আর এক অভিনেতা সিকন্দর খের (Sikandar Kher)একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। সিরিজের পরিচালক রাম মাধবানির সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, আমরা ফিরছি…’ অর্থাৎ আবার আরিয়ারূপে সুস্মিতার করিশ্মা দেখতে পাওয়া যাবে আরিয়া সিরিজের নতুন সিজনে। কয়েকদিন আগে জন্মদিন কাটিয়ে বিশ্বসুন্দরী আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন মণিপুর। সেখানে তিনি ঐতিহ্যবাহী মণিপুরি পোশাক পরে ব়্যাম্পেও হাঁটেন। পুরো অডিটোরিয়াম তাঁকে দেখতে ভর্তি ছিল। বাইরেও ঠাণ্ডার রাতে হাজার অনুরাগী অপেক্ষা করছিলেন এক ঝলক তাঁদের প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য। এই খবর সুস্মিতার কাছে পৌঁছতেই তিনি ঠিক করেন খোলা গাড়িতে করে ভেনু থেকে বের হবেন অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ করতে। আর তিনি ঠিক করেন যা, তাই করেন। করলেনও তাই। সেই ভিডিয়ো তিনি শেয়ার করেছিলেন নিজের ইনস্টাগ্রামে।

তিনি গত কয়েকদিন ধরে নিজের গল্প বলার কথা লিখে পোস্ট দিচ্ছেন। একটা লুক রয়েছে সেই ছবিতে। সেটা আরিয়া(Aarya) সিজন ৩ কি না, তা অবশ্য সময় বলবে। তবে সিকন্দরের পোস্ট থেকে স্পষ্ট তাঁরা খুব তাড়াতাড়ি দর্শকদের কাছে আসছেন নতুন সিজন নিয়ে। বছরের শুরুতে অবশ্য পরিচালক জানিয়েছিলেন এই বছরই শুরু হবে সিরিজের শুটিং। এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছেন সুস্মিতা, সিকন্দর। সিজন ২ শেষে সুস্মিতা শেষ করেছিলেন রিভালভার হাতে। দর্শকদের আন্দাজ এবার তিনি লেডি ডন রূপে আবির্ভূতা হবেন সিজন ৩। সেই আন্দাজ মেলে কি না তার অপেক্ষায় সুস্মিতা অনুরাগীরা।

 

শুটিং শুরু হওয়ায় সিকন্দর তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই অবিশ্বাস্য টিমের সঙ্গে আবার কাজ করা খুবই চমৎকার এবং আমি খুব শীঘ্রই শুটিং শুরু করার জন্য উন্মুখ। আমরা নতুন সিজিনের জন্য ওয়ার্কশপ শুরু করেছি এবং এখন পর্যন্ত যা কিছু পড়েছি, তা থেকে আমি একটি রোমাঞ্চকর নতুন যাত্রায় দর্শকদের নিয়ে যেতে উত্তেজিত। এটি আমার অভিনয় করা সবচেয়ে অনবদ্য চরিত্রগুলির মধ্যে একটি। দৌলতকে পর্দায় ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করতে পারছি না।

কিছুদিন আগে, সিজন ৩তে তাঁর চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে সুস্মিতা বলেছিলেন, “এটি আরিয়া সরিনের জন্য একটি নতুন ভোর এবং তিনি মারাত্মক। সিজন ৩, তিনি তার অতীতের বাঁধা থেকে মুক্ত হয়ে নিজের গল্প শুরু করছে। আরিয়ার ভূমিকাকে পুনরায় ফিরিয়ে আনা অনেকটা পুরানো জিন্সে পিছলে গিয়ে একেবারে নতুন ভাবে আসা। রাম মাধবানি এবং ডিজনি+ হটস্টার টিমের সঙ্গে ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে, দর্শকরা আরিয়ার প্রতি যে ভালবাসা এবং প্রশংসা করেছেন তা ফেরানোর জন্য অপেক্ষা করতে পারছি না।সুস্মিতার নতুন পোস্টের ক্যাপশন সম্ভব আরিয়ার নতুন গল্প বলার ইঙ্গিতই দিচ্ছে।

Next Article