Sushmita Sen: ললিত মোদীর সঙ্গে সত্যিই বিয়ে? এই প্রথম মুখ খুললেন সুস্মিতা
Sushmita Sen: প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী ও প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। সুস্মিতার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পোস্ট করে সুস্মিতার 'বেটার হাফ' বলে পরিচয় দিয়েছিলেন ললিত মোদী। এমনই সুস্মিতার হাতে চকমকে হীরের আংটি দেখে অনেকেই ধারণা করে নিয়েছিলেন চুপিসারে বাগদানও বোধহয় সেরে নিয়েছেন দু'জনে। এ নিয়ে আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক... কিছুই কম হয়নি।
প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী ও প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। সুস্মিতার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পোস্ট করে সুস্মিতার ‘বেটার হাফ’ বলে পরিচয় দিয়েছিলেন ললিত মোদী। এমনই সুস্মিতার হাতে চকমকে হীরের আংটি দেখে অনেকেই ধারণা করে নিয়েছিলেন চুপিসারে বাগদানও বোধহয় সেরে নিয়েছেন দু’জনে। এ নিয়ে আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক… কিছুই কম হয়নি। শোনা গিয়েছিল, তাঁরা নাকি বিয়েও করতে গিয়েছিলেন। সত্যিটা কী? এই প্রথম এই নিয়েই মুখ খুলেছেন বঙ্গতনয়া।
সেই সময় এই বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখে চলেছেন সুস্মিতা। শুধু করেছিলেন একটি মাত্র পোস্ট। তাঁকে গোল্ড ডিগার আখ্যাপ্রদানকারী মানুষদের উদ্দেশে লিখেছিলেন, “আমি সোনার চেয়েও গভীরে খনন করি। আমি হিরে ভালবাসি। আর সেই হিরে আমি নিজেই কিনি। আপনাদের সুশ একদম ভাল আছে। কারণ, অন্যের আলোয় আমি কোনওদিন আলোকিত হইনি। আমি যে সূর্য, নিজেই নিজের আলোতে আলোকিত হয়ে থাকি।” আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন, ওই হিরের আংটি নিজেই নিজের জন্য কিনেছেন তিনি। আর বিয়ে? সম্প্রতি সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি আমার কাউকে বিয়ে করারই থাকত তবে আমি বিয়ে করেই নিতাম। আমি বিয়ে করার চেষ্টা চালিয়ে যাই না। আমি হয় করি না হয় করি না।” তাহলে ওই ছবিগুলি? সে সব নিয়ে নীরবতাই বজায় রেখেছেন তিনি। তবে ললিতের দাবি, উড়িয়ে দিয়ে সুস্মিতা বলেছেন, এই সবের পরিকল্পনা মোটেও ছিল না তাঁর।