Tolly Gossip: ‘জানি, ভুলভাল বকছি…’, শোভনের সঙ্গে সোহিনীর নাম জড়াতেই মন খারাপ স্বস্তিকার?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 23, 2023 | 6:45 PM

Tolly Gossip: দুর্দান্ত প্রেম ছিল তাঁদের। শহরের রাজপথ আর অলিগলি সাক্ষী ছিল তাঁদের সেই প্রেমের। কথা হচ্ছে স্বস্তিকা দত্ত ও শোভন গঙ্গোপাধ্যায়ের। সেই প্রেম ভেঙেছে। স্বস্তিকা এখন সিঙ্গল। মন দিয়েছেন কাজে। সামনেই শুরু নতুন ওয়েব সিরিজের কাজ। ওদিকে ইন্ডাস্ট্রির কানাঘুষো শোভন নাকি আবার প্রেমে!

Tolly Gossip: জানি, ভুলভাল বকছি..., শোভনের সঙ্গে সোহিনীর নাম জড়াতেই মন খারাপ স্বস্তিকার?
মন খারাপ স্বস্তিকার?

Follow Us

 

দুর্দান্ত প্রেম ছিল তাঁদের। শহরের রাজপথ আর অলিগলি সাক্ষী ছিল তাঁদের সেই প্রেমের। কথা হচ্ছে স্বস্তিকা দত্ত ও শোভন গঙ্গোপাধ্যায়ের। সেই প্রেম ভেঙেছে। স্বস্তিকা এখন সিঙ্গল। মন দিয়েছেন কাজে। সামনেই শুরু নতুন ওয়েব সিরিজের কাজ। ওদিকে ইন্ডাস্ট্রির কানাঘুষো শোভন নাকি আবার প্রেমে! এবারও এক নায়িকাকেই নাকি মন দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে সোহিনী সরকারের সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি। রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে সোহিনীর, এ খবর কারও অজানা নয়। নায়িকার বিভিন্ন পোস্টের আনাগোনা এখন শোভনের প্রোফাইলে। আর এ কারণেই কি মানসিক দিক দিয়ে খানিক ভেঙে পড়েছেন শোভনের প্রাক্তন? একটি পোস্ট করেছেন তিনি ইনস্টাগ্রামে। পোস্টটি বিষাদমাখা।

স্বস্তিকা বলছেন, ” আমি কিছুটা খুশি, কিছুটা চিন্তায় রয়েছি। সকালে বাড়ি ফিরেছি, আবার কাজে বসে গিয়েছি। কিছু কিছু দিন আসে যখন তুমি ভিতর থেকে খুশি হতে চাও, কিন্তু মনের মধ্যে আসা এলোমেলো চিন্তাগুলো কিছুতেই মন থেকে বার করতে পার না। আর ওই সব চিন্তার জন্য বাকি দিনটাও আর উপভোগ করা যায় না।”

তিনি যোগ করেন,” আমি জানি, আমি ভুলভাল বকছি। একটা ব্যস্ত সপ্তাহে একটা দিন খুশি হতে চাই, কিন্তু হয় না। তাই কেউ যদি হঠাৎ করে অদ্ভুত ব্যবহার করতে শুরু করে তাঁকে ভুল বুঝো না। হতে পারে, কিছু একটা জিনিস নিয়ে সে খুব ঘেঁটে আছে।” কী সেই জিনিস? ব্যক্তিগত টানাপড়েন, তাঁর ভক্তদের অনুমান তেমনটাই। এর আগে রটেছিল, শোভনের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক ভাঙার কারণ নাকি ছিল, প্রাক্তন প্রেমিকা ইমন চক্রবর্তীর সঙ্গে শোভনের ঘনিষ্ঠতা। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন দু’জনেই। স্বস্তিকা বলেছিলেন, “আমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। অন্য কাউকে এভাবে টেনে নিয়ে এসে যা যা বলা হচ্ছে তা মোটেও কাঙ্ক্ষিত নয়। এটা একেবারেই সমর্থন করছি না।”

Next Article