The Archies: ৬০-এর দশকের ফ্রেমে সুহানা, খুশি, অগস্ত্য, স্টারকিডদের পর্দায় রসায়নের ঝলক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 18, 2023 | 1:16 PM

Teaser: শনিবার সিরিজের টিজার মুক্তি পাওয়া মাত্রই তা সকলের নজর কাড়ে। সিরিজের প্রতিটা স্টারই শেয়ার করেন এই টিজ়ার। সুহানা-খুশির নাচ, অগস্ত্যর লুক সবই প্রশংসা কুড়োয় রাতারাতি।

The Archies: ৬০-এর দশকের ফ্রেমে সুহানা, খুশি, অগস্ত্য, স্টারকিডদের পর্দায় রসায়নের ঝলক

Follow Us

খুশি কাপুর, সুহানা খান ও অগস্ত্য নন্দী, কবে প্রথম পর্দায় পা রাখবেন তা নিয়ে জল্পনা প্রথম থেকেই ছিল তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হল না। দ্য আর্চিজ়-এর টিজ়ার মুক্তি পেতেই তা ঝড়ের গতিতে ভাইরাল। পর্দায় ঠিক কেমন লাগছে একগুচ্ছ স্টারকিডকে, কাকে টেক্কা দিচ্ছেন কে, টিজ়ারই যেন খতিয়ে দেখতে মরিয়া ভক্তরা। সাল ১৯৬৪, সেই ফ্রেমেই অগস্ত্য, সুহানা, খুশি নজর কাড়লেন রেট্রো লুকে। একের পর এক ফ্রেমে তাক লাগাল এই সেলেবরা। জমজমাট টিজ়ার, পার্টি, রক এণ্ড রোল, সকলের মিলে এক অন্যস্বাদের উত্তেজনা। সাদা কালো ফ্রেমের খুব চেনা এক গল্প। তারই মাঝে রয়েছে প্রেমে ভাঙন, রয়েছে প্রেমে পড়ারও গল্প। দ্য আর্চিজ় ওটিটি সিরিজ় মুক্তি পাবে নেটফ্রিক্সে। আপাতত ছবির কাজ শেষ। তবে কবে মুক্তি পেতে চলেছে এই সিরিজ তা নিয়ে কোনও মন্তব্যই করেননি ছবির পরিচালক জোয়া আখতর।

শনিবার সিরিজের টিজার মুক্তি পাওয়া মাত্রই তা সকলের নজর কাড়ে। সিরিজের প্রতিটা স্টারই শেয়ার করেন এই টিজ়ার। সুহানা-খুশির নাচ, অগস্ত্যর লুক সবই প্রশংসা কুড়োয় রাতারাতি। করণ জোহার টিজ়ার দেখা মাত্রই কমেন্ট বক্সে লেখেন সিরিজ়ের জন্য ভীষণ উৎসাহী।

প্রসঙ্গত, দ্য আর্চিজ়ের গল্প কম বেশি সকলের জানা। টিনেজ গ্রুপ, সকলেই রেট্রো ফ্রেমে মস্তিতে মজে, সমাজ ব্যবস্থা তখনও এতটা উন্মুক্ত হয়ে ওঠেনি। ষাটের দশকে দাঁড়িয়ে লেখা এক কমিক থেকে তুলে আনা ছবি দ্য আর্চিজ়। আর্চি ও তার বন্ধুদের কাহিনি। জোয়া আখতার পরিচালিত ছবিটির মূল কেন্দ্রেই রয়েছে অগস্ত্য নন্দা, সুহানা খান এবং খুশি কপুর। ছবিটির সহ প্রযোজনায় আর্চি কমিকস এবং গ্রাফিক ইন্ডিয়া। এখন কেবল দেখার অপেক্ষা, অভিনয় দাপটে কে কাকে কটা গোল দিয়ে বলিউডে দাপটের সঙ্গে নিজের জায়গা পাকা করে ফেলে। শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ, শুভেচ্ছা জানিয়েছেন জাহ্নবী কাপুর, ভক্তদের আগাম শুভেচ্ছাবার্তায় ভরছে নেট দুনিয়ার পাতা।

Next Article