Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ankita Lokhande: স্বামী হিসেবে ভিকিকে ভাল লাগছে না সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের

Ankita-Vicky: অঙ্কিতা অশান্তি করেছেন ভিকির সঙ্গে। বউয়ের মান ভাঙাতে তাঁর কাছে ক্ষমা ভিক্ষাও চেয়েছেন ভিকি। কিন্তু তাতে চিরে ভেজেনি। গলেনি অভিমানের বরফও। সেই থেকে তৈরি হয়েছে তিক্ততা। ভিকিও এখন অঙ্কিতাকে কটু কথা শোনাচ্ছেন। এই তিক্ততা কোন দিকে জোড়ায়, তা এখন দেখার অপেক্ষা।

Ankita Lokhande: স্বামী হিসেবে ভিকিকে ভাল লাগছে না সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের
ভিকি-অঙ্কিতা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2023 | 8:07 PM

বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল তাঁর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। তাঁরা লিভ ইন সম্পর্কে ছিলেন। ২০২০ সালে সুশান্তের রহস্যজনক মৃত্যুর সময় তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে সম্পর্কে ছিলেন ভিকি জৈন নামের এক ব্যবসায়ীর সঙ্গে। দু’বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। ভিকির সঙ্গেও লিভ টুগেদারে ছিলেন অঙ্কিতা। এখন শোনা যাচ্ছে, ভিকির সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে তাঁর। ভিকিকে স্বামী হিসেবে ভালো লাগছে না অঙ্কিতার।

এবারের বিগ বস-এর বাড়িতে দেখা যাচ্ছে অঙ্কিতা এবং ভিকিকে। অঙ্কিতা অভিযোগ করেছেন, ভিকি নাকি পাল্টে গিয়েছেন। তিনি নাকি আগের মত আর সময় দিচ্ছেন নাকি তাঁকে। অন্যদিকে অনুরাগীরা আশা করেছিলেন, বিগ বসের বাড়িতে অঙ্কিতা-ভিকির রোম্যান্টিক মুহূর্ত দেখতে পাবেন তাঁরা। তেমনটা না হওয়ায় আশাহত হয়েছেন ভিকি-অঙ্কিতার অনুরাগীরা। অঙ্কিতাকে সময় না দিয়ে ভিকি কথা বলছেন অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে। তাতেই চটেছেন অঙ্কিতা। তিনি অশান্তি করেছেন ভিকির সঙ্গে। বউয়ের মান ভাঙাতে তাঁর কাছে ক্ষমা ভিক্ষাও চেয়েছেন ভিকি। কিন্তু তাতে চিরে ভেজেনি। গলেনি অভিমানের বরফও। সেই থেকে তৈরি হয়েছে তিক্ততা। ভিকিও এখন অঙ্কিতাকে কটু কথা শোনাচ্ছেন। এই তিক্ততা কোন দিকে জোড়ায়, তা এখন দেখার অপেক্ষা।