Rajdeep Gupta: ‘আমার চিরসখার জন্মদিন আজ’, মৃত মায়ের জন্য ডুকরে কাঁদলেন রাজদীপ

Rajdeep Gupta On Mother: রাজদীপের জীবনের প্রথম প্রিয় বন্ধু ছিলেন তাঁর মা-ই। মাকে সব কথা বলতেন তিনি। শেয়ার করতেন জীবনের সব মুহূর্ত। তাই তাঁর মৃত্য়ুতে গভীর শোক পেয়েছিলেন অভিনেতা। ২৯ নভেম্বর তাঁর মায়ের জন্মদিন। এই প্রথম জন্মদিনে মা নেই। কিন্তু তিনি মায়ের জন্মদিন নিজের মতো পালন করছেন। অতীতের একটি ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

Rajdeep Gupta: আমার চিরসখার জন্মদিন আজ, মৃত মায়ের জন্য ডুকরে কাঁদলেন রাজদীপ
রাজদীপ গুপ্ত।

| Edited By: Sneha Sengupta

Nov 29, 2023 | 11:55 AM

২০২৩ সালের মে মাসে মাকে হারিয়েছিলেন বাঙালি অভিনেতা রাজদীপ গুপ্ত। ২০২২ সালে স্তনে ক্যানসার ধরা পড়েছিল তাঁর মায়ের। মাত্র ৫৬ বছর বয়স হয়েছিল। মায়ের মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছিলেন রাজদীপ। তীব্র মানসিক যন্ত্রণা পেয়েছিলেন তিনি। কেন না, বরাবরই মায়ের অন্তত প্রিয় এবং কাছের মানুষ ছিলেন রাজদীপ। জীবনের প্রথম প্রিয় বন্ধু ছিলেন তাঁর মা-ই। মাকে সব কথা বলতেন তিনি। শেয়ার করতেন জীবনের সব মুহূর্ত। তাই তাঁর মৃত্য়ুতে গভীর শোক পেয়েছিলেন অভিনেতা। ২৯ নভেম্বর তাঁর মায়ের জন্মদিন। এই প্রথম জন্মদিনে মা নেই। কিন্তু তিনি মায়ের জন্মদিন নিজের মতো পালন করছেন। অতীতের একটি ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

হৃদয় নিংড়ে রাজদীপ সেই পোস্টে লিখেছেন, “জীবন এটা ঠিক করেনি। তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে সময়ের অনেক আগে। কিন্তু আমি সারাজীবনই তোমার ছোট্ট ছেলেটাই থাকব। তোমার জীবনের আলো হয়েই থাকব মা গো। এখন যখন তারাদের দিকে তাকিয়ে থাকি, জানি তুমি আমার উপর আলো ছড়াচ্ছো। এটাও জানি আজ উপর থেকে হাসি মুখে তুমি আমার দিকে তাকিয়ে আছো। আমার চিরসখার জন্মদিন আজ। তোমাকে ভালবাসি মা।”

২০০৯ সালে ‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালে প্রথম অভিনয় করতে শুরু করেন রাজদীপ। প্রথম সিরিয়ালেই লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তিনি। তারপর অন্য সিরিয়ালেও দেখা যায় তাঁকে। ওয়েব সিরিজ়েও চুটিয়ে কাজ করেছেন অভিনেতা।