Sujoy Ghosh: যোগ্যতা নেই আপনার! নেটিজেনের কটাক্ষকে আলিঙ্গন করলেন সুজয়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 14, 2023 | 2:12 PM

Jaane Ja: অনেকে বলছেন, করিনা কাপুর খানের মতো একজন সুপার তারকারকে বড়পর্দায় দেখানোর যোগ্যতা নেই সুজয়ের। আর সেই কারণেই নাকি ওটিটি প্লাটফর্মে এই ছবি মুক্তি পাচ্ছে।

Sujoy Ghosh: যোগ্যতা নেই আপনার! নেটিজেনের কটাক্ষকে আলিঙ্গন করলেন সুজয়
পরিচালক সুজয় ঘোষ।

Follow Us

আসন্ন ২১শে সেপ্টেম্বর নেটফ্লিক্স ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে বাঙালি পরিচালক সুজয় ঘোষের পরবর্তী হিন্দি ছবি ‘জানে জা’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন করিনা কাপুর খান। উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় বর্মা এবং জয়দীপ আলহাওয়াত। এটি একটি অপরাধধর্মী ছবি। ছবির প্রচার ভিডিয়োতে তার অনেকখানি ঝলকও মিলেছে। করিনার ৪৩তম জন্মদিনে নেটফিক্সের স্ট্রিম করতে শুরু করবে এই ছবি। ছবিকে কেন্দ্র করে নানা ধরনের সাক্ষাৎকার দিতে ব্যস্ত রয়েছেন করিনা। সাক্ষাৎকার পর্ব চলছে সুজয় ঘোষেরও। তবে করিনা কাপুর খানকে কাস্ট করার জন্য নেতিবাচক কথাও শুনতে হচ্ছে পরিচালককে। অনেকে বলছেন, করিনা কাপুর খানের মতো একজন সুপার তারকারকে বড়পর্দায় দেখানোর যোগ্যতা নেই সুজয়ের। আর সেই কারণেই নাকি ওটিটি প্লাটফর্মে এই ছবি মুক্তি পাচ্ছে।

কোনওকালেই খুব একটা চুপ করে থাকার পাত্র নন সুজয়। কটাক্ষের উত্তর দিতে তিনি সিদ্ধহস্ত। ছবি মুক্তির এখন আর সাতদিন বাকি। তারই প্রচার ভিডিয়ো টুইট করে সুজয় লিখেছিলেন, “হঠাৎ মনে হল আপনারা অনেকেই এই ছবি ট্রেলার দেখে নিয়েছেন। সেই জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। ২১শে রেজাল্ট বেরোবে।”

একজন এক্স (অতীতে যা টুইটার ছিল) ব্যবহারকারী সুজয়ের উদ্দেশে লিখেছেন, “কীসের রেজ়াল্টের কথা বলছেন। আপনার তো এই ছবি সিনেমা হলে রিলিজ় করানোর যোগ্যতা নেই। ওটিটি প্লাটফর্মে তো ছবি হিট করে। তাই এত টেনশন নেবেন না।”

এমন কথা শোনার পর আর চুপ থাকতে পারেননি সুজয়। তিনিও দু’চার কথা শুনিয়ে দিয়েছেন। লিখেছেন, “অনেক ধন্যবাদ ভাই। তুমি এইমাত্র আমার সব দুশ্চিন্তা দূর করে দিলে। এসো আমাকে জড়িয়ে ধরো। সুজয়ের এমন ধারা উত্তর দেখে মজার-মজার কমেন্ট করতে শুরু করেছেন নেটিজ়েনরা।”

‘জানে জা’ ছবির শুটিংয়ের জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন করিনা কাপুর খান। শুটিং হয়েছিল কালিম্পং এ। পাহাড়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল সে সময়। এর আগে একাধিক ব্লকবাস্টার হিট সিলের ছবির পরিচালনা করেছেন সুজয়। তালিকায় রয়েছে ‘কাহানি’, ‘বদলা’।

Next Article