প্রযোজনা সংস্থার নাম আম পাবলিক এন্টারটেইনমেন্ট। পরিচালক টোকিও নিবাসী। তাঁর নাম অনিন্দ্যগীতা দাশগুপ্ত। তিনি তৈরি করেছেন একটি ওয়েব সিরিজ়। সিরিজ়ের নাম ‘কুছ কুছ ফিল্ম জ্যাসি’। ১৪টি এপিসোডের ওয়েব সিরিজ়ের সময়সীমা প্রায় সাড়ে ৪ ঘণ্টা। শুটিং সেড়ে ফেলেছেন পরিচালক। এই মুহূর্তে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজও। খুবই শিগগিরি মুক্তি পাবে ওয়েব সিরিজ়।
এই প্রথম লাইট-ক্যামেরা-অ্যাকশন বলছেন না অনিন্দ্যগীতা। ঠিক ৫ বছর আগে তিনি তৈরি করেছিলেন ‘বন্ধ’ নামক একটি ছবি। সেটিই ছিল তাঁর প্রথম পরিচালনার ফসল। এরপর তিনি তৈরি করছেন ‘কুছ কুছ ফিল্ম জ্যাসি’ দ্বিভাষিক সিরিজ়টি। বাংলা ও হিন্দি ভাষার মিশেলে তৈরি হয়েছে চিত্রনাট্য।
আকর্ষণ কাড়ছে ওয়েব সিরিজ়ের নাম। কেন ‘কুছ কুছ ফিল্ম জ্যাসি’ নামকরণ হল ওয়েব সিরিজ়ের? এর নেপথ্যে নাকি রয়েছেন শাহরুখ খান। এ ব্যাপারে অনিন্দ্যগীতা বলেছেন, “ছোটবেলা থেকেই শাহরুখ খান আমার আইডল। তাঁর কালজয়ী ব্লকবাস্টার ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি আমাকে অনুপ্রাণিত করেছে। সেই জন্যই এই নাম দেওয়া হয়েছে ওয়েব সিরিজ়ের।”
এক মাস আগে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ৭ মিনিটেরও বেশি সময়ের ট্রেলারটি দেখেছেন ২ লাখেরও বেশি মানুষ। পরিচালক জানিয়েছেন, সিরিজটির গল্পে অনেক টুইস্ট রয়েছে। মানুষের মন, অবচেতন, আধিপত্য, অহংকার, স্বার্থপরতাসহ আরও অন্যান্য অনেক বিষয়ে খোঁজখবর নিয়ে এই ওয়েব সিরিজ তৈরি করতে চেয়েছেন অনিন্দ্যগীতা। বলেছেন, “বাস্তব জীবন এবং মানবমনের চেতন-অবচেতনে ঘটে চলা কিছু বিষয়কে একটা গল্পের মধ্যে আনা সত্যিই এক দুঃসাহসিক কাজ ছিল আমাদের কাছে।”
পরিচালক আরও বলেছেন, “মানুষের মন নানা জটিলতায় পরিপূর্ণ। আবার সৃজনশীলও। এই সৃজনশীল মনের বাঁক নিয়ে আমি এমন একটি গল্প তৈরি করেছি, যা মানুষের গ্রহণ করতে একটু সময় লাগতে পারে। তবে ধীরে-ধীরে পুরো সিরিজ়টি দেখলে বোঝা যাবে আমি ঠিক কী দেখাতে বা বলতে চেয়েছি’।
‘কুছ কুছ ফিল্ম জ্যাসি’ ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় দাবারু পৃথ্বীজিৎ শেঠ, নেপালের অভিনেত্রী উরুষা পাণ্ডে, বিখ্যাত স্বদেশ, লাভ বিশপুট, অঙ্কুশ ত্রিপাঠীরা। পরিচালনার পাশাপাশি কাহিনিকার, চিত্রনাট্যকার এবং চিত্রগ্রাহকও অনিন্দগীতা নিজেই। সিরিজ় মুক্তির বিষয়ে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছেন অনিন্দ্যগীতা। স্ট্রিমিংয়ের তারিখ জানা যাবে খুব তাড়াতাড়ি।