
চুলের রঙ হঠাৎ করেই বদলে ফেলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ‘হাতোড়া ত্যাগীর’ সঙ্গে ছবি। প্রশ্ন উঠেছিল, কেন? ফ্ল্যাশব্যাক, গত বছরের সেপ্টেম্বর। কারণ অনুসন্ধানে নেমে TV9 বাংলাই প্রথম জানিয়েছিল, মায়ানগরী মায়াজাল বিস্তারে রওনা হয়েছেন টেলিপাড়ার রাসমণী। ডাক এসেছে মুম্বই থেকে। ডাক এসেছে প্রথম সারির স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে। বিপরীতে ওই হাতোড়া ত্যাগী ওরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্টোরিলাইন নিয়ে সে সময় মুখ খোলেননি। তবে অবশেষে এসেছে সেই সময়। আগামী ৬ মে দিতিপ্রিয়ার জীবনে বিশেষ দিন। হিন্দি ওয়েব ফিল্মে তাঁর অভিনয় অবশেষে দর্শকের কাছে পৌঁছতে চলেছে। নাম ‘স্টোরিজ অন দ্য নেক্সট পেজ’। দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।
আদপে এটি একটি অ্যান্থোলজি। ছোট ছোট তিনটে গল্প নিয়ে জীবনের কিছু সত্যি নিয়েই গল্পের বুনন। দিতিপ্রিয়ার কাছে নিঃসন্দেহে বড় ব্রেক। তিনি উচ্ছ্বসিত। গলায় অদ্ভুত পরিতৃপ্তি। টিভিনাইন বাংলাকে ফোনে জানালেন, “ভাবতেই পারছি না। অবশেষে হচ্ছে গোটা ব্যাপারটা। এতদিন ধরে অনেকেই প্রশ্ন করছিল। আজ হয়তো উত্তর দেওয়ার সেই সময় এসেছে।” বব বিশ্বাসে অভিনয় করেছিলেন এবার অভিনয় সিরিজে। ‘বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ’ অজুহাতে তিনিও কি তবে পাকাপাকি বম্বেতে যাওয়ার কথা ভাবছেন? তাঁর উত্তর, “না, সবাই যদি এমনটা ভাবে তাহলে কী করে হবে। হিন্দিতে কাজ করার ইচ্ছে রয়েছে। তবে বাংলা আমার শিকড়।” অভিষেক বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ অভিনেতা। তাঁর সঙ্গে সমীকরণ নিয়ে এর আগে মুখ খুলেছিলেন দিতিপ্রিয়া। বলেছিলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার অন্যতম প্রিয় অভিনেতা। ভীষণ হাম্বেল একজন মানুষ। আমি তো আগে থেকে ব্যক্তিগত ভাবে চিনতাম না। তবে আলাপ হওয়ার আধ ঘণ্টার মধ্যে এমন ভাল বন্ডিং তৈরি হয়েছে যে বলে বোঝানো যাবে না।”
প্রসঙ্গত, রাসমণীর অধ্যায় শেষ হওয়ার পর থেকেই নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন দিতিপ্রিয়া। আপাতত হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে তাঁর। কলকাতা চলন্তিকা ও আয় খুকু আয়ের মতো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়াও রয়েছে সিরিজের কাজও। সব মিলিয়ে বেজায় ব্যস্ত তিনি। টলিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে, বড় বড় প্রযোজকরা আগাম জানাচ্ছেন, দিতিপ্রিয়াই নাকি টলিউডের ‘নেক্সট বিগ থিং’।
আরও পড়ুন- Manisha Koirala: কাঠগড়ায় সুভাষ ঘাই, প্রতিহিংসার বশে নিজের মেয়েকে নিয়েই মিথ্যে রটান মনীষা কৈরালার মা!