Urfi Javed Complain: ‘না’ বলার শাস্তি, বিখ্যাত পরিচালকের কাছ থেকে হত্যার হুমকি পেলেন উরফি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 17, 2023 | 4:15 PM

Bollywood Gossip: যদিও সত্যি এই ফোন নীরজ পাণ্ডের তরফ থেকে এসেছিল কি না, তা অজানাই রয়ে গিয়েছে এখনও। তবে উরফি জাভেদ তাঁর পোস্টে পুলিশে সম্পর্কে কিছুই উল্লেখ করেননি। তিনি কেবল ঘটনার বিবরণ দিয়ে বিস্তারিত জানিয়েছে, তিনি কী ধরনের হুমকি পেয়েছেন? 

Urfi Javed Complain: না বলার শাস্তি, বিখ্যাত পরিচালকের কাছ থেকে হত্যার হুমকি পেলেন উরফি
উরফি জাভেদ।

Follow Us

উরফি জাভেদ, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন থাকে। সম্প্রতি একাধিক শো-তে উপস্থিত হতে দেখা যাচ্ছে ভাইরাল কুইন উরফি জাভেদকে। তাঁর প্রতিটা লুকই রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তবে আবারও সামনে এল সেই একই প্রসঙ্গে। রীতিমত কটাক্ষের শিকার হলেন উরফি, কেবল কটাক্ষই নয়, হত্যার হুমকিও পেলেন।

সত্যি হত্যার হুমকি পেলেন উরফি জাভেদ? যদিও এই প্রসঙ্গ নয়া নয়। অতীতে বেশ কয়েকবার তাঁকে এমন পরিস্থিতিতে পড়তে দেখা গিয়েছে। কখনও বিবাদ তাঁর ফ্যাশনকে কেন্দ্র করে, কখনও আবার তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বচসার ঝড় ওঠে নেটপাড়া। আর সেই সকল বিষয়কে হাতিয়ার করে অতীতেও উরফিকে হ্যাতর হুমকি দিয়েছেন অনেকে। তবে এবার নাম জড়াল বলিউডের এক বড় পরিচালকের। ইটাইমসের খবর অনুযায়ী আবারও হত্যার হুমকি পেলেন অভিনেত্রী উরফি জাভেদ।

কারণ হিসেবে জানা যাচ্ছে, সম্প্রতি উরফি জাভেদ একটি ফোন পেয়েছিলেন, যেখানে তাঁকে বলা হয় নীরজ পাণ্ডের কাছ থেকে ফোন করা হচ্ছে। যদিও এখানে দোসর সেই তাঁর পোশাক, ফ্যাশন ও সোশ্যাল মিডিয়ায় সেনসেশন। সম্প্রতি উরফিকে পুলিশস্টেশনের বাইরেও দেখা যায়। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, এক ব্যক্তি আমায় ফোন করেন নীরজ পাণ্ডের অফিস থেকে, দাবি করেন যে তিনি নীরাজ পাণ্ডের সহযোগী, বলেন আমার সঙ্গে দেখা করতে চান। আমি উত্তরে জানাই, তার আগে আমায় প্রজেক্টের বিস্তারিত তথ্য পাঠাতে হবে।

তখনই ওই ব্যক্তি মেজাজ হারান। পাল্টা আমায় প্রশ্ন করেন, আমার এত ক্ষমতা হল কীভাবে আমি নিরাজ পাণ্ডেকে অপমান করি? তিনি জানান, তিনি আমার গাড়ির নম্বর, আমার সমস্ত বিস্তারিত তথ্য তিনি জানেন। আমি যেধরনের পোশাক পরি, তার জন্য যখন-তখন তিনি আমায় মারতে পারেন, হত্যা করতে পারেন। এটা কেবলমাত্র আমার একটা ‘না’ বলার জন্যই।

এরপরই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। যদিও সত্যি এই ফোন নীরজ পাণ্ডের তরফ থেকে এসেছিল কি না, তা অজানাই রয়ে গিয়েছে এখনও। তবে উরফি জাভেদ তাঁর পোস্টে পুলিশে সম্পর্কে কিছুই উল্লেখ করেননি। তিনি কেবল ঘটনার বিবরণ দিয়ে বিস্তারিত জানিয়েছে, তিনি কী ধরনের হুমকি পেয়েছেন?

Next Article