Urfi Javed: মদ্যপ চালক, অ্যাপ ক্যাব বুক করে এ কী দুর্ভোগ সইতে হল উরফিকে!

Urfi Javed: রাজধানীতে চরম হেনস্থার মুখোমুখি সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। অ্যাপ ক্যাব বুক করে পড়তে হল চরম দুর্ভোগের মুখে।

Urfi Javed: মদ্যপ চালক, অ্যাপ ক্যাব বুক করে এ কী দুর্ভোগ সইতে হল উরফিকে!
উরফি জাভেদ।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 22, 2023 | 4:56 PM

রাজধানীতে চরম হেনস্থার মুখোমুখি সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। অ্যাপ ক্যাব বুক করে পড়তে হল চরম দুর্ভোগের মুখে। সেই ভয়ানক অভিজ্ঞতার কথা বর্ণনা করে একটি টুইট করেছেন উরফি। তিনি জানিয়েছেন, ছয় ঘণ্টার জন্য ওই অ্যাপ থেকে একটি গাড়ি ভাড়া করেছিলেন তিনি। তাঁর কথা ছিল বিমানবন্দর যাওয়ার। মাঝ রাস্তায় তিনি খাবার খেতে নেমেছিলেন। কিন্তু এ কী! উরফি লেখেন, “জঘন্য একটি অভিজ্ঞতা হল। বিমানবন্দরের পথে মাঝরাস্তায় লাঞ্চ করতে নেমেছিলাম। হঠাৎই দেখি গাড়ি নিয়ে চালক ভ্যানিশ। গাড়িতে আমার মালপত্র রাখা ছিল। একজন পুরুষ বন্ধুর সাহায্যে ওই চালকের সঙ্গে যোগাযোগ করি। সে যখন ফিরে আসি, দেখি পুরোপুরি মদ্যপ।” গাড়ির নম্বর ও চালকের পরিচয় ও ওই অ্যাপক্যাব সংস্থার সঙ্গে টুইটের মাধ্যমে শেয়ার করেছেন তিনি।

পাল্টা উত্তর এসেছে ওই পরিষেবা সংস্থা থেকেও। তাদের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব তাঁরা এই সমস্যা মিটমাট করার চেষ্টা করছে। যদি সত্যিই ওই চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে থাকেন তবে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে তারা। চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি। তাঁকে নিয়ে নানা কটাক্ষ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে উঠেছে অশ্লীলতার অভিযোগও। এমনকি সম্প্রতি তাঁর বিরুদ্ধে অশ্লীলতার দায়ে থানায় দায়ের হয়েছে অভিযোগ। পোশাক না পরা নিয়ে সম্প্রতি এক বিবৃতি দিয়েছিলেন উরফি। শেয়ার করেছিলেন এক ভিডিয়ো। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছিল উরফির সারা গায়ে এলার্জি হয়েছে। উরফি জানিয়েছিলেন পোশাক পরলে নাকি তাঁর গায়ে এলার্জি বের হয়। আর সে কারণেই পোশাক পরা থেকে বিরত থাকেন তিনি। তা নিয়েও যদিও চলেছিল চরম ট্রোলিং।

সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কোনওদিন পোশাক নিয়ে অপ্রস্তুত অবস্থার মধ্যে তাঁকে কি পড়তে হয়েছে? উরফি উত্তরে জানিয়েছিলেন, তাঁর যা রয়েছে বাকিদেরও তাই রয়েছে। তাই লজ্জা বা অপ্রস্তুত অবস্থার মধ্যে মোটেও পড়তে হয় না তাঁকে। তিনি আরও বলেন, “আত্মীয়রা আমায় নিয়ে কী বলে, আমার কিচ্ছু যায় আসে না”। নিজের শর্তে বাঁচেন তিনি, থাকতে চান চর্চায়।