উরফি জাভেদ, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন থাকে। সম্প্রতি একাধিক শো-তে উপস্থিত হতে দেখা যাচ্ছে ভাইরাল কুইন উরফি জাভেদকে। তাঁর প্রতিটা লুকই রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তার বাইরে কেউ তাঁকে কোনও উপদেশ দিলে শুনতে নারাজ উরফি জাভেদ। তবে স্পষ্ট কথা বরাবরই বলে থাকেন উরফি জাভেদ। বরাবরই তাঁর মন্তব্য উঠে আসতে দেখা যায় চর্চায়। ফ্যাশন স্টেটমেন্ট তিনি পাল্টে ফেলতে নারাজ। তা তিনি স্পষ্ট জানিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেন না।
তাঁর পোশাক সর্বত্র কটাক্ষের শিকার হলেও দিন দিন সেলেবরা তাঁর পাশে দাঁড়াচ্ছেন। বলিউড বেবো করিনা কাপুরও তাঁর প্রশংসা করেছিলেন। ফ্যাশনিস্তা মাসাবা গুপ্তাও জানিয়েছিলেন, সাহস থাকা চাই উরফির এই ফ্যাশনের। যদিও উরফি জাভেদ তাঁর পোশাক নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী। বালেছিলেন তিনি জনেন তিনি কী করছেন। কাউকেই কড়া ভাষায় নিজের মন্তব্য জানাতে পিছপা হন না তিনি। তাই বলে কাপুর পুত্র?
সম্প্রতি উরফি জাভেদেরফ্যাশন প্রসঙ্গে মুখ খুলেছিলেন রণবীর কাপুর। এক সংবাদ মাধ্যমের প্রশ্ন মুখ খুলে তিনি জানিয়েছিলেন, উরফির পোশাক তাঁর খুব একটা পছন্দের নয়। এমন ফ্যাশন তাঁর মোটেও পছন্দ নয়। এই কথা উরফির কানে পৌঁছতে খুব একটা সময় লাগেনি।
এবার রণবীরকে একহাত নিতে পিছপা হলেন না তিনি। তিনি যে কাউকেই ছেড়ে কথা বলেন না, আরও একবার তা প্রমাণিত। তাঁর ফ্যাশন নিয়ে কথা বলার কোনও যোগ্যতাই নেই রণবীরের। রণবীরের অওকাত কি? এবার প্রকাশ্যে এমনই প্রশ্ন তুলে ভাইরাল হলেন উরফি জাভেদ। সম্প্রতি করিনা কাপুরের শোয়ে এসে রণবীর কাপুরকেই তোপ দাগলেন তিনি।