Urfi Javed: ‘মেয়েদের জন্য কোনও জায়গাই সুরক্ষিত নয়’, ধর্ষণের হুমকি দেওয়া ব্যক্তির জামিনে বিস্ফোরক উরফির

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 22, 2022 | 10:40 PM

Viral News: সমস্ত ভরসা আমার চলে গিয়েছে। মহিলাদের জন্য সুরক্ষিত কোনও জায়গাই নেই। ভারতে মহিলাদে অসম্মান করা যায়, ব্যাকমেইল করা যায়।

Urfi Javed: মেয়েদের জন্য কোনও জায়গাই সুরক্ষিত নয়, ধর্ষণের হুমকি দেওয়া ব্যক্তির জামিনে বিস্ফোরক উরফির
উরফি জাভেদ!

Follow Us

উরফি জাভেদ মানেই ভাইরাল। কখনও তাঁর পোশাক, কখনও তাঁর ছকভাঙা ফ্যাশন, ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। কখনও প্রশংসিত কখনও আবার কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের। সম্প্রতি এমনই এক পরিস্থিতির শিকার হয়েছিলেন উরফি। যেখানে সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রকাশ্যে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। মুহূর্তে উরফি পুলিশের কাছে অভিষোগ জানিয়েছিলেন তাঁর এই সমস্যার বিষয়। ব্যক্তিকে খুঁজে তাঁকে শাস্তিও দেওয়ার চেষ্টায় উরফি ছিলেন মরিয়া। তবে লাভের লাভ কিছুই হল না।

উরফি জাভেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর পোশাক ও ফ্যাশনের জন্য কারুর কাছে দায়বদ্ধ নয়। যাদের পছন্দ তাঁরা দেখবেন, যাঁদের পছন্দ নয়, তাঁদের জন্য আলাদা করে উরফির কিছুই বলার নেই। সেই কারণেই তিনি জানিয়েছিলেন অভিযোগ। যদিও এবার সেই ব্যক্তি ছাড়া পেতেই ক্ষোভ উগরে দিলেন উরফি। জামিনে ব্যক্তিটি বর্তমানে মুক্ত। ফলে এখন আর সুরক্ষিত অনুভব করছেন না উরফি জাভেদ। আর তাই এবার সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন।


উরফি স্পষ্ট লেখেন, জামিনে এই ব্যক্তিটা ছাড়া পেয়ে গেলেন। যে কি না আমায় প্রাণের হুমকি দিয়েছেন! ধর্ষণের হুমকি দিয়েছেন! তিনি নাকি আজ বাইরে। আমি সত্যি ভীষণ অসুরক্ষিত অনুভব করছি। সিস্টেমের ওপর থেকে সমস্ত ভরসা আমার চলে গিয়েছে। মহিলাদের জন্য সুরক্ষিত কোনও জায়গাই নেই। ভারতে মহিলাদে অসম্মান করা যায়, ব্যাকমেইল করা যায়। আর তাদের সঙ্গে কিছুই হয় না। পাপলিক ফিগার হিসেবে যদি আমাকেও এই পরিস্থিতি দিয়ে যেতে হয়, তবে আমি ভাবতেই পারছি না যে সাধারণ মেয়েরা কোন পরিস্থিতির শিকার হয়ে থাকেন।

Next Article