Ushasi Ray: গোপনে বিয়ে সারলেন উষসী? ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা

Tollywood Actress: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। মাঝেমধ্যে সেখানে পোস্ট করে থাকেন দর্শকদের জন্য, এবারও তাঁর ব্যতিক্রম হল না। সকলের মতো দশমীতে সকলকে শুভেচ্ছা জানাতে হাজির হলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই ছবি পোস্ট হতেই চমকে গেলেন দর্শকেরা।

Ushasi Ray: গোপনে বিয়ে সারলেন উষসী? ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 25, 2023 | 8:14 PM

অভিনেত্রী উষসী রায়, ছোট পর্দা থেকে যাঁর সফর শুরু। একাধিক ভাল ভাল চরিত্রে অভিনয় করে বর্তমানে দর্শক মহলে তিনি বেশ জনপ্রিয়। সকলের প্রিয় বকুল অর্থাৎ উষসী বর্তমানে বেশ কয়েকটি ওটিটি সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। একদিকে যেমন অভিনয়, অন্যদিকে তেমনি মডেলিং রয়েছে তাঁর তালিকায়। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। মাঝেমধ্যে সেখানে পোস্ট করে থাকেন দর্শকদের জন্য, এবারও তাঁর ব্যতিক্রম হল না। সকলের মতো দশমীতে সকলকে শুভেচ্ছা জানাতে হাজির হলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই ছবি পোস্ট হতেই চমকে গেলেন দর্শকেরা।

একযোগে সকলেই প্রশ্ন করে উঠলেন, গোপনে বিয়ে সেরে ফেলেছেন উষসী? হাতে শাখা পলা, কপালে সিঁদুর, রীতিমতো সিঁদুর খেলেছেন তিনি। টলিউডে বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে উষসীর সম্পর্কের খবর। যদিও এ সম্পর্কের খবর একেবারেই ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন তিনি। তবে প্রেম তাঁর জীবনে রয়েছে। ফলেই প্রশ্ন এবার কি মনের মানুষের গলাতেই গোপনে মালা দিয়েছেন তিনি? যদিও অনেকেরই অনুমান বিয়ে নয়, কোনও শুটিং সেটের ছবি হতে পারে এই পোস্ট, ফলেই ছবি দেখা মাত্রই ধোঁয়াশা বাড়লেও এর কোনও সঠিক উত্তর এখনই মেলা ভার।

একশ্রেণি মনে করছেন হয়তো উষসীর সঙ্গে নিখিলের গোপন বিয়ে সম্পন্ন হয়েছে, অপর শ্রেণির কথায় এটা নেহাতই তাঁর কোনও বিশেষ চরিত্র থেকে নেওয়া ছবি। যদিও বাস্তবে সত্য কোনটা তা বলবে সময়। প্রসঙ্গত, একটা সময় নিখিল জৈনের সংস্থা রঙ্গোলির মুখ হয়ে রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নিতে হয়েছিল তাঁকে। যদিও সম্পূর্ণ বিষয়টাই তিনি অস্বীকার করেছিলেন। জানিয়েছিলেন ভিত্তিহীন। টিভি ৯ বাংলা তাঁকে এই বিষয় প্রশ্ন করলে তিনি বলেছিলেন, ‘এবাবা একেবারেই না। বিশ্বাস করো, আমি নিজেই এক এক সময় বুঝতে পারছি না, যে কেন এই কথা রটে চলেছে। আমি নিজেও অস্বস্তিতে পড়ে যাই। এও বুঝে উঠতে পারি না আদৌ আমার এই বিষয় মন্তব্য করা উচিৎ কি না। কেন বলব বলতো, দুটো মানুষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কর্মসূত্রে একসঙ্গে যোগাযোগ রাখা মানেই কি প্রেম!’