সত্য মুক্তি পেল বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি বাওয়াল-এরর ট্রেলার। এই প্রথম জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান একসঙ্গে জুটি বাঁধলেন পর্দায়। তবে এই ছবি বড় পর্দায় নয়, মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। তাই ছবি প্রচারে এখন ব্যস্ত এই জুটি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উপস্থিত হচ্ছেন তাঁরা, ভক্তদের সঙ্গে করছেন সাক্ষাৎ। কখনও আবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছবি নিয়ে শেয়ার করে নিচ্ছেন একগুচ্ছ তথ্য। তবে তালিকা থেকে বাদ পড়ছে না ব্যক্তিগত কোনও বিশেষ অভিজ্ঞতার গল্প। বরুণ ধাওয়ানকে এমনই এক সাক্ষাৎকারে প্রশ্ন করা, হয় তাঁর ব্যক্তি জীবনে সবথেকে বেশি অশান্তির সৃষ্টি করে কে?
কোনও রকম রাখঢাক না করেই বরুণ ধাওয়ান স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর সারমেয়। অভিনেতার একটি পোষ্য রয়েছে। যার নাম জয়। তার জন্যই একেবারে নাজেহাল বরুণ ধাওয়ান। শুটিং কিংবা রাতপার্টি, ফিরতে যতই রাত হোক না কেন, ঘুম থেকে তাঁকে উঠে পড়তে হয় ভোর ছ’টার মধ্যে। কারণ ভোরবেলা তাঁর পোষ্য ঘুম থেকে উঠে পড়ে। আর সে ওঠা মানে বরুণ ধাওয়ানের পক্ষে বিছানায় থাকা আর সম্ভব নয়।
অশান্তি কেবল এখানে ইতি নয়, যত্রতত্র মলত্যাগ, প্রস্রাব করা, এমন নানা কাণ্ড ঘটিয়ে থাকে তাঁর সারমেয়। তবে তা নিয়ে খুব একটা বিরক্ত হন না বরুণ ধাওয়ান। স্পষ্ট জানিয়ে দিলেন নিজে হাতেই সমস্ত পরিষ্কার করেন তিনি। একটা সময় তিনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, কখনও ভেবেছিলেন অভিনেতা হয়ে এই সমস্ত কাজও তাঁকে করতে হবে। যদিও সেই সে তিনি হাসতে হাসতে জানিয়ে দেন, তারই সারময়েই তাঁকে মাটির মানুষ করে রেখেছে। প্রসঙ্গত বরুণ ধাওয়ান এখন তাঁর ওটিটি প্ল্যাটফর্মের ছবি নিয়ে ব্যস্ত। এই ছবি মুক্তি পাবে ২১ জুলাই।