অন্য অভিনেত্রীর মতো পোশাক পরতে গিয়ে দেখলাম আমায় অদ্ভুত দেখাচ্ছে: বিদ্যা বালান

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 25, 2021 | 12:23 PM

রেড কার্পেটের বেশিরভাগই শাড়িতে দাপানো, নিঃসন্দেহে চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জে বেশ ভাল ভাবেই পাশ করেছেন বিদ্যা। ট্রেন্ড সেটার? কী বলা যায় তাঁকে?

অন্য অভিনেত্রীর মতো পোশাক পরতে গিয়ে দেখলাম আমায় অদ্ভুত দেখাচ্ছে: বিদ্যা বালান
বিদ্যা বালান

Follow Us

বিদ্যা বালান। কখনও তিনি ‘শেরনি’, কখনও তিনি ‘সুল্লু’। ইন্ডাস্ট্রির তথাকথিত ‘সাইজ কনসেপ্ট’কে গুঁড়িয়ে দিয়েছেন তিনি। শাড়িতেই তিনি স্বচ্ছন্দ, শাড়িতেই তিনি খুশি। কিন্তু জীবনের কোনও না কোনও সময় বডি হাগিং, সিকুইন পোশাক তিনি পরে দেখেননি এমনটা নয়। পরেছেন, চেয়েছেন অন্য অভিনেত্রীর মতো দেখতে… কিন্তু বিদ্যার মনে হয়েছে, অদ্ভুত দেখাচ্ছে তাঁকে। অকপট অভিনেত্রী। মুখ খুললেন এক চ্যাট শো’য়ে।

রেড কার্পেটের বেশিরভাগই শাড়িতে দাপানো, নিঃসন্দেহে চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জে বেশ ভাল ভাবেই পাশ করেছেন বিদ্যা। ট্রেন্ড সেটার? কী বলা যায় তাঁকে? বিদ্যার উত্তর, “আমার কাছে তো কোনও চয়েজই ছিল না। ওই সব পোশাকে আমি ফিট করতাম না। আমি একটা জিনিস বুঝতে পারি হয় সারাজীবন ওঁদের মতো হওয়ার বাসনা করে যাব আর নয়তো আমি যা আমি তাই হয়েই থাকতে পারব।” বিদ্যা যোগ করেন, “যে মুহূর্তে আমি অন্যের মতো হওয়া বন্ধ করে দিলাম দর্শকও আমাকে আরও কাছ থেকে নিতে চাইল।”
কোনও দিন অন্য কোনও অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট অনুসরণ করার ইচ্ছে হয়নি তাঁর? বিদ্যার সাফ জবাব, “আমি চেষ্টা করেছি ওঁদের মতো পোশাক পরতে। আমায় অদ্ভুত দেখাত। নিজেও কমফোর্টেবল হতে পারতাম না একেবারেই। আমি খুশি আমি যা ভালবাসি আমি তাই পরতে পারি। যা ইচ্ছে তাই করতে পারি। আমি মুক্ত…আমি স্বাধীন। মানুষের কাছে তোমার প্রশংসা করা ছাড়া আর কোনও উপায় নেই। কারণ, তাঁরা নিজেরাও বুঝে গিয়েছেন আমার লজ্জা নেই।”


তবে পোশাক নিয়ে তাঁকে কম কটাক্ষ শুনতে হয়নি। বিদ্যা জানিয়েছে একবার এক পার্টিতে ফিল্মি দুনিয়ারই এক নামজাদা অভিনেত্রী তাঁকে ড্রেসিং সেন্স নিয়ে পরামর্শ দিতে এসেছিলেন। বিদ্যা থ হয়ে যান। এতদিন পরে মুখ খুলে তিনি বললেন, “খুব ইচ্ছে হয়েছিল গিয়ে বলি, আগে তুমি অভিনয়টা ঠিক করে শিখে এস।” বিদ্যা সেদিন মুখের উপর বলতে পারেননি। ঘটনায় এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন যে চুপ করে গিয়েছিলেন।

তবে এ সবের মধ্যে নিজের অভিনয় ক্ষমতার মধ্যে দিয়ে বলিউডে বারেবারে নিজেকে প্রমাণ করেছেন বিদ্যা। বুঝিয়ে দিয়েছেন পোশাক নয়, অভিনয় দিয়েই টিকে থাকা যায় গ্ল্যামার জগতেও।

Next Article