Tamannaah Bhatia: প্রেমের কী মহিমা! তামান্নার জন্য দীর্ঘ দিনের প্রতিজ্ঞা ভাঙলেন বিজয়

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 27, 2023 | 6:04 PM

Tamannaah Bhatia:তথাকথিত নায়কসুলভ দেখতে নয় তাঁকে, অথচ এই মুহূর্তে ওটিটি রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি, তিনি অর্থাৎ বিজয় বর্মা।

Tamannaah Bhatia: প্রেমের কী মহিমা! তামান্নার জন্য দীর্ঘ দিনের প্রতিজ্ঞা ভাঙলেন বিজয়
কোন বিশেষ কারণে তামান্নাকে মন দেন বিজয়?

Follow Us

তথাকথিত নায়কসুলভ দেখতে নয় তাঁকে, অথচ এই মুহূর্তে ওটিটি রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি, তিনি অর্থাৎ বিজয় বর্মা। তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক এখন আর গোপন নেই, তামান্না নিজেই জানিয়েছেন প্রেমের কথা। তবে জানেন কি নায়িকাদের সঙ্গে প্রেমে তীব্র আপত্তি ছিল বিজয়ের। কী এমন হল যে তামান্না এসে ঘেঁটে দিলেন যাবতীয় হিসেব? এক সাক্ষাৎকারে সে নিয়েই মুখ খুলেছেন তিনি।

বিজয়ের কথায়, “যখন আমি কাজ করতে শুরু করি, তখন আমি এক সঙ্কল্প নিয়েছিলাম। ঠিকই করে নিয়েছিলাম যে জীবনে কোনওদিন কোনও নায়িকাকে বিয়ে করবই না আমি। মনে হয় আমি তখন ইন্ডাস্ট্রির উপর বেশি রেগে ছিলাম। কিন্তু যখন তামান্নার সঙ্গে দেখা হয় তখন বুঝতে পারলাম একজনের মধ্যে সবকিছু আছে, ও খেলা বোঝে, বোঝে ব্যবসা, শিল্প সাহিত্য সম্পর্কে যার ধারণা রয়েছে। একটা সিনেমা তৈরির যাবতীয় জ্ঞান ওর রয়েছে।”

প্রেমিকা সম্পর্কে এখানেই থেমে যাননি তিনি। যোগ করেন, “ওর অভিজ্ঞতা আরোর ভাল কাজ আমায় ভীষণ সাহায্য করেছে। সব কিছুর সমাধান ওর কাছে রয়েছে।” এই বছরের গোড়ার দিকেই তামান্নার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন বিজয়। তামান্নাও তাতে দেন শিলমোহর। ‘লাস্ট স্টোরিজ’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েন তাঁরা। গত বছর ৩১ ডিসেম্বর গোয়ায় তাঁদের এক ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যায় তামান্না ও বিজয় চুমু খাচ্ছেন। এর কিছু দিন পরেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন তাঁরা। এই মুহূর্তে তাঁদের প্রেম চলছে দূর্বার গতিতে।

Next Article