Koffee With Karan: শাহিদের গালে সপাটে চড় মারতে চেয়েছিলেন কিয়ারা, কবীর সিং শুটিং-এর সময় কী এমন ঘটে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 25, 2022 | 7:58 AM

Kiara Advani: সকলেই গল্পের চিত্রনাট্য ও কবীর সিং-এর চরিত্রকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছিলেন। উঠেছিল ডাক্তাকেক পেশা নিয়েও প্রশ্ন।

Koffee With Karan: শাহিদের গালে সপাটে চড় মারতে চেয়েছিলেন কিয়ারা, কবীর সিং শুটিং-এর সময় কী এমন ঘটে

Follow Us

শাহিদ কাপুরের কেরিয়ারে এক কথায় কামব্যাক ছবি হল কবীর সিং। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল এই ছবির প্রতিটা খবর। কিয়ারা শাহিদ কেমেস্ট্রি থেকে শুরু করে তাঁদের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ, সবটাই উঠে এসেছিল নেটিজ়েনদের চর্চার প্রসঙ্গে। বাদ থাকেনি কবীর সিং-এর চড় মারার দৃশ্যও। যখন কিয়ারার গালে সপাটে চড় মারার পরও শাহিদের কাছে ছুটে গিয়েছিলেন কিয়ারা। সকলেই গল্পের চিত্রনাট্য ও কবীর সিং-এর চরিত্রকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছিলেন। উঠেছিল ডাক্তাকেক পেশা নিয়েও প্রশ্ন। তবে এটা হয় তো অনেকেরই জানাছিল না, যে একটা সময় কিয়ারাও পাল্টা একটি চড় মারতে ইচ্ছে হয়েছিল কবীর সিং অর্থাৎ শাহিদ কাপুরকে।

কিয়ারা বলিউডে তখন নতুন। তার আগে একটি মাত্র ছবিতে দেখা গিয়েছে তাঁরে, ধোনির বায়োপিকে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে তাঁকে দেখা যায়। তখন থেকে শুরু হয়ে যায় এই নতুন মুখকে নিয়ে চর্চা। এরপরই কিয়ারার কেরিয়ারে বড় ব্রেক। কবীর সিং ছবির কাজ। বিপরীতে বলিউডের দাপুটে অভিনেতা শাহিদ কাপুর। যদিও তার আগে বক্স অফিসে এভাবে ঝড় তোলা ছবি খুব একটা ছিল না শাহিদ কাপুরের ঝুলিতে।

নিজের একশো শতাংশ উজার করে দিয়েছিলেন কিয়ারা এই ছবির জন্য। পৌঁছে যেতেন সঠিক সময়। কিন্তু শাহিদ তখন স্টার। ফলে তিনি এমন অনেককিছুই করতে পারতেন যা, করা উচিত নয়, বা কিয়ারাকে মানায় না। একদিন টানা আট ঘন্টা তাঁকে অপেক্ষা করতে হয় শাহিদ কাপুরের জন্য। শুটিং সেটে এতক্ষণ বসে একটা সময়ের পর তিনি দেখেন সময় পেরিয়েছে আট ঘণ্টা। তখনও দেখা নেই শাহিদের। সেদিন তাঁরও মনে হয়েছিল শাহিদের গালে একটা চড়া মারার কথা। সম্প্রতি কফি উইথ করণে এসে মনের কথা খুলে জানান কিয়ারা আডবাণী।

Next Article