Aryan Khan: এক মেয়ের গায়ে সপাটে লাথি, কোন কথা সহ্য করে না পেরে এই কাণ্ড ঘটান আরিয়ান?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 26, 2023 | 11:14 AM

Inside Story: এই সিরিজে যে কেবল কেমিও করছেন শাহরুখ খান, এমন নয়, থাকছেন রণবীর সিংও। তার কাজেই ব্যস্ত ছেলে। তবে কেবল যে শাহরুখই তাঁর সন্তানতে বুকে আগলে রাখেন, এমনটা নয়, উল্টে শাহরুখকেও আরিয়ান ততটাই ভালবাসেন।

Aryan Khan: এক মেয়ের গায়ে সপাটে লাথি, কোন কথা সহ্য করে না পেরে এই কাণ্ড ঘটান আরিয়ান?

Follow Us

শাহরুখ খান ও আরিয়ান খানের মধ্যে সম্পর্কের সমীকরণ প্রথম থেকেই বেশ মধুর। ছেলে যেমন বাবাকে ভালবাসে, শাহরুখ খানও আরিয়ানকে ঠিক ততটাই আগলে রাখেন। ছেলের কেরিয়ারের কথা মাথায় রেখে তিনি যেভাবে প্ল্যান করেছেন, তা এক কথায় সকলেই সাধুবাদ জানিয়েছেন। আরিয়ান খানের নাম যখন মাদক কাণ্ডে জড়িয়েছিল, তখন সকলে আরিয়ান খানকে নিয়ে সমালোচনা করলেও শাহরুখ খান বিশ্বাস রেখেছিলেন আরিয়ান খানের ওপর। তিনি প্রকাশ্যে হয়তো মুখ খোলেননি, তবে কোথায় গিয়ে যেন তিনি মনে প্রাণে শপথ নিয়েছিলেন ছেলের কপাল থেকে এই কালিমা মুথে ছাড়বেন। করেছেনও ঠিক তাই। এখন সেই আরিয়ান খান শুরু করেছেন তাঁর কেরিয়ারে পথ চলা। বাবাকে নিয়ে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তাঁর প্রথম ওটিটি সিরিজ়ের কাজ।

তবে এই সিরিজে যে কেবল কেমিও করছেন শাহরুখ খান, এমন নয়, থাকছেন রণবীর সিংও। তার কাজেই ব্যস্ত ছেলে। তবে কেবল যে শাহরুখই তাঁর সন্তানতে বুকে আগলে রাখেন, এমনটা নয়, উল্টে শাহরুখকেও আরিয়ান ততটাই ভালবাসেন। শৈশবে এবার বাবার জন্য আরিয়ান খান এক মেয়েকে লাথিও মেরে দিয়েছিলেন। ঠিক কী ঘটেছিল? এক সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেই জানিয়েছিলেন একটি মেয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন আরিয়ান খান।

মেয়েটি তাঁকে কুরুচিকর মন্তব্য করে, আরিয়ান খান তখনও চুপ ছিলেন, মেয়েটি তারপর জানায় তোমার বাবাকে কৌন বনেগা ক্রোড়পতীতে জঘন্য লাগছিল, তাতেও আরিয়ান চুপ থাকে। এরপর শাহরুখ খানকে মোটা বলায় রীতিমত রেগে গিয়ে সে সপাটে লাথি মেরে দেয়। শাহরুখ হাসতে হাসতে জানিয়েছিলেন, যে তিনি মোটেও বিষয়টাকে সাপোর্ট করেন না, তবে আরিয়ান অনেক্ষণ ধরেই নিজের রাগ চেপে রাখার পর বহিঃপ্রকাশ করে ফেলেছেন দাবি করেন শাহরুখ।

Next Article