Bollywood Relationship: বিয়ের পর বাড়িতে শিশুদের মত আচরণ করতে হত, কেন বললেন শাহিদ
KWK: শাহিদ কাপুর ততদিনে দাঁড়িয়ে গিয়েছেন বলিউডে। ফলে তাঁর দাপুটে লুক সম্পর্কে ছিলেন সকলেই অবগত।
সম্প্রতি কিয়ারার আডবামীর সঙ্গে কফি উইথ করণে উপস্থিত হয়েছিলেন শাহিদ কাপুর। আর সেই শো-তেই মনের কথা খুলে জানালেন শাহিদ। কেরিয়ার থেকে শুরু করে সম্পর্ক, সব ক্ষেত্রেই ঠিক কতটা ব্যালান্স করে চলতে হয় তাঁকে, করণের সামনে সমস্তটাই করলেন ফাঁস। তবে সব থেকে যে বিষয়টা নজর কাড়ল তা হল তাঁর বিয়ের পরের কাহিনি। শাহিদ কাপুর বিয়ের পরই পাল্টে গিয়েছিলেন অনেকটাই। বয়স তখন ৩৪ বছর, টানা ১০ বছর ধরে একাই ছিলেন শাহিদ। একটা সময়ের পর তাঁর মনে হয় এবার একটা পরিবার প্রয়োজন। তখনই জীবনে আসে মীরা রাজপুত।
মীরার বয়স তখন ২০ বছর। শাহিদ কাপুর ততদিনে দাঁড়িয়ে গিয়েছেন বলিউডে। ফলে তাঁর দাপুটে লুক সম্পর্কে ছিলেন সকলেই অবগত। তবে কোথাও গিয়ে যেন সেই শাহিদকে মীরার সামনে তুলে ধরতে তিনি ছিলেন নারাজ। ১৪ বছরের ছোট একটি মেয়ে, সমস্তটা ছেড়ে শাহিদের সঙ্গে মুম্বইতে চলে আসে, সেখান থেকেই তাঁদের পথচলা শুরু হয়। ফলে শাহিদকে বাড়িতে সম্পূর্ণ বিপরীত একটা লুক নিয়ে চলতে হত। শিশুদের মত করেই ব্যবহার করতে হত মীরার সঙ্গে। তাঁকে গাইড করা, তাঁর সমস্যা গুলো বোঝা, ঠিক ভুল সম্পর্কে ধারনা দেওয়া প্রভৃতি।
কফি উইথ করণে শাহিদ জানান, এটাই একটা সময়ের পর স্বাভাবিক হয়ে গিয়েছিল। শাহিদের কথায় তিনি নিজের দুটিদিক ব্যালান্স করেই চলতেন। পরবর্তীতে মীরার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ একটাই মজবুত হয়ে যায় ও ভাবে শাহিদকে বুঝতে শুরু করেন, শাহিদের কাছে এখন পরিবার মানেই একটি স্বাভাবিকভাবেই শান্তির জায়গা। যেখানে দাঁড়িয়ে নেই কোনও সমস্যা, সবটাই মীরা নিজের মত করে গুছিয়ে নিয়েছে। মীরার সঙ্গে শাহিদকে মাধে মধ্যেই বিভিন্ন পার্টি কিংবা শপিং-ডিনারে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতেও মীরা সক্রিয়। তবে পর্দায় তিনি নেই। চুটিয়ে করছেন সংসার।