রাজনীতির ময়দানে নামতে চলেছেন অভিষেক বচ্চন। বাবা ও মা দুজনেই রাজনীতির সঙ্গে যুক্ত। একটা সময় অমিতাভ বচ্চন নাম লিখিয়েছিলেন রাজনীতি তালিকায়। বর্তমানে জয়া বচ্চন এক রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। তবে অভিষেক বচ্চন কখনও রাজনীতিতে নামবেন কি না সে বিষয়ে স্পষ্ট মন্তব্য করেননি। সে ইচ্ছা যে তাঁর রয়েছে, এমনটাও খুব একটা স্পষ্ট জানা যায়নি কখনও। অতীতে একবার তাঁর রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন উঠলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, পর্দায় তিনি রাজনৈতিক নেতার ভূমিকায় অভিনয় করলেও, বাস্তবে তেমন ইচ্ছে তাঁর নেই। আশা করেন ভবিষ্যতেও কোনও দিন এই মতের পরিবর্তন হবে না।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই মত হয়তো বদলে ফেললেন অভিনেতা। সম্প্রতি বলিউড সূত্রের খবর রাজনৈতিক দলে নাম লেখাতে চলেছেন জুনিয়র বচ্চন। সমাজবাদী পার্টিতে যুক্ত হওয়ার সম্ভাবনাই প্রবল। যদিও এই প্রসঙ্গে বিন্দুমাত্র মুখ খোলেননি অভিষেক বচ্চন, তবে বলছেন অভিনয় জগতের পর এবার রাজনীতির ময়দানে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখতে চান অভিনেতা। সেই কারণেই এবার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক। বলিউডে তাঁর ঝুলিতে ছবি নেই, এমনটা কিন্তু মোটেও নয়। পরপর চার ছবি এখন তাঁর পাইপলাইনে। যার মধ্যে উল্লেখযোগ্য ছবি হল ধুম ৪। অভিষেক বচ্চন এখন তাঁর আগামী ছবির কাজ নিয়ে যেমন ব্যস্ত ততটাই নাকি নিজেকে প্রস্তুত করছেন জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য। নির্বাচনের মুখ হবার সম্ভাবনা প্রবল। ফলে বলাই চলে, মা বাবার পথ অনুসরণ করলেন জুনিয়র বচ্চন। যদিও এই খবরে এখনও সিলমোহর পড়েনি। তাই এখনই স্পষ্ট করে কিছুই অনুমান করা সম্ভবপর নয়। তবে ইটাইমস-এর খবর অনুযায়ী রাজনীতিতে যোগ দিতে চলেছেন তিনি।