Ranbir-Ranveer Movie: প্রাক্তন ও বর্তমানের সঙ্গে এক ফ্রেমে দীপিকা? করণের আগামী ছবি নিয়ে জল্পনা

Koffee With Karan: করণের শো মানেই মানে সেখান থেকে নতুন নতুন গসিপের জন্ম নেবে সেটাই স্বাভাবিক। তাই এবারও ব্যতিক্রম হল না। প্রথম পর্বেই উস্কে গেল নতুন জল্পনা। ত্রিকোণ প্রেমের গল্পে নাকি অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও রণবীর কাপুর। বিশ্বাস করতে অবাক হলেও করণ জোহরের কন্ঠে তেমনই ইঙ্গিত ছিল স্পষ্ট।

Ranbir-Ranveer Movie: প্রাক্তন ও বর্তমানের সঙ্গে এক ফ্রেমে দীপিকা? করণের আগামী ছবি নিয়ে জল্পনা

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 26, 2023 | 9:30 PM

বলিউডের পর্দায় ত্রিকোণ প্রেম নতুন নয়। এমন বহু সুপারস্টারদের এমন ধারার গল্পে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে বাস্তবে প্রাক্তন ও বর্তমান সঙ্গীর সঙ্গে পর্দাতেও ত্রিকোণ প্রেমে জড়িয়েছেন এমন সেলেবের নাম অতীতে সামনে আসেনি। এবার কি তেমনই কিছু হতে চলেছে? শুরু হল করণ জোহরের সর্বাধিক চর্চিত টকশো ‘কফি উইথ করণ সিজন ৮’। আর করণের শো মানেই মানে সেখান থেকে নতুন নতুন গসিপের জন্ম নেবে সেটাই স্বাভাবিক। তাই এবারও ব্যতিক্রম হল না। প্রথম পর্বেই উস্কে গেল নতুন জল্পনা। ত্রিকোণ প্রেমের গল্পে নাকি অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও রণবীর কাপুর। বিশ্বাস করতে অবাক হলেও করণ জোহরের কন্ঠে তেমনই ইঙ্গিত ছিল স্পষ্ট।

ঠিক কী বলেছেন তিনি? এই শো-এর ব়্যাপিড ফায়ার রাউন্ডে করণ জানতে চান রণবীরের থেকে যদি কোনও ত্রিকোণ প্রেমের ছবি হয় সেখানে দীপিকা ও রণবীর ছাড়া তৃতীয় ব্যক্তি রণবীর সিং-এর কাকে দেখতে চান? রণবীর সিং বিন্দুমাত্র না ভেবে উত্তর দিয়েছিলেন রণবীর কাপুর। বাস্তবে যে ছবিটা ভীষণ স্পষ্ট, কারণ দীপিকা পাড়ুকোনের জীবনে প্রাক্তনের নামই হল রণবীর কাপুর। অন্যদিকে তাঁর বর্তমান স্বামী হলেন রণবীর সিং। এই প্রশ্নের উত্তর দিয়ে থামলেন না রণবীর। তিনি বললেন ‘আপনি আমাদের তিনজনের মধ্যে যৌনতা দেখাতে চান?’ বিন্দুমাত্র না ভেবে শুধু ‘হ্যাঁ’ বলেন করণ। এখানেও থামলেন না রণবীর, তিনি বললেন ‘তুমি শুধু মুখেই বলো। কাজই কিছু করো না।’ উত্তরে করণ বললেন ‘আমি ছবিটি বানানোর জন্য আগ্রহী তবে তোমরা প্রস্তাব গ্রহণ করবে তো?’ মুহূর্তে পাশ থেকে দীপিকা সম্মতি জানিয়ে দেন। আর এর পর থেকেই নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে।