সলমন খান বর্তমানে বেজায় ব্যস্ত তাঁর রিয়্যালিটি শো বিগ বস ওটিটি নিয়ে। একের পর এক এপিসোড এক কথায় হিট। এই রিয়্যালিটি শোয়ের প্রাণকেন্দ্রই হল সলমন খান। তাঁর সঞ্চালনাতে এই শো পেয়েছে এক ভিন্নমাত্র। তাঁকে নিয়ে চর্চাও থাকে দর্শক মহলে তুঙ্গে। কখনও হাতে সিগারেট প্রসঙ্গে তিনি ভাইরাল, কখনও আবার তিনি নিজেই বিরক্ত হয়ে বলে বসেন তিনি এই শো ছাড়ছেন। শোয়ের প্রতিযোগীদের জন্যে মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে ফেলেন সলমন খান। সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি এই শো আর করবেন না। কখনও চুমু প্রসঙ্গ, কখনও আবার ব্যবহৃত ভাষা, সলমন খান স্পষ্ট জানিয়ে দেন তিনি চান এই শোকে তিনি এক পারিবারিক শোয়ে পরিণত করতে চেয়েছেন। সকলে মিলে যেন এই শো উপভোগ করতে পারেন।
কিন্তু বারবার অন্দরমহলে যে ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাতে সম্প্রতিতে একাধিকবার শোনা গিয়েছে সলমন খানের বিগ বস ওটিটি শো ছাড়ার খবর। তবে সত্যি কি তিনি সত্যি শো ছাড়ছেন? এবার সেই প্রশ্নের উত্তর মিলল সোশ্যাল মিডিয়ায়। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সলমন খান স্পষ্টই জানিয়ে দিলেন তিনি এই শো ছাড়ছেন না, তবে তার জন্য রয়েছে এক বিশেষ কারণ। সলমন খান শো ছাড়ছেন না, কারণ তাঁর ভক্তরা তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকে।
এই প্রসঙ্গে সলমন খান এদিন জানান, ”আমার ভক্তরাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আমার গর্ব। তাঁদের ভালবাসায় এই জায়গায় আমি। তবে এটাও ঠিক এই শোয়ে আমি মাঝে মাঝেই বেজায় রেগে যাই, শো ছাড়তেও চেয়েছি অতীতে, তবে পরবর্তীতে আবারও আমি ফিরে আসি। সেটা কেবলই ভক্তদের কারণেই। তাঁরা সকলেই আমার এপিসোড দেখার জন্য অপেক্ষায় থাকেন।” ফলে সলমন খানের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই ভক্তদের মনে বাড়লস স্বস্তি।