সুহানা খান, জন্মলগ্ন থেকেই তিনি খবরের শিরোনামে। একের পর এক খবরে তিনি ছোট থেকেই জায়গা করে নিয়েছেন। তাঁর বাবার সঙ্গে তোলা ছবি থেকে শুরু করে স্কুলের আপডেট, বোর্ড পরীক্ষার রেজাল্ট, কোনওটাই কারও চোখের আড়ালে ছিল না। তাঁর প্রথম শর্ট ফিল্ম, বন্ধুদের সঙ্গে রাতপার্টি, এমনকি অভিনয়ে ডেবিউ, তালিকা থেকে বাদ পড়েনি কিছুই। তবে সম্পর্কের জল্পনা বাদ থাকে কীভাবে। শাহরুখ কন্যা বলে কথা, কখন, কোথায়, কার সঙ্গে তিনি বিশেষ সম্পর্কে জড়িয়ে পড়ছেন, তারও চর্চা বর্তমান। এবার সুহানা খানের বিয়ে প্রসঙ্গে সরব নেটদুনিয়া। কারণ গত কয়েকবছর ধরেই বচ্চন পরিবারের পুত্র অগস্ত্য নন্দার সঙ্গে সুহানা খানের সম্পর্কের জল্পনা তুঙ্গে। বাস্তবে নাকি তাঁরা একপ্রকার চুটিয়ে প্রেম করছেন। যদিও এই খবরে সিলমোহর দেননি কেউ-ই।
বলিউড সূত্রে খবর এই জুটির প্রথম কাজ দ্য আর্চিজ় সেচেই নাকি মিটেছিল মন দেওয়া নেওয়ার পর্ব। মাঝে মধ্যএই তাঁদের একসঙ্গে দেখা যায়। এবার নজর কাড়লেন মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে। এই টিম এখন বলিউডের অন্দরমহলের অংশ। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁদের প্রথম কাজ। তাই একই সঙ্গে সুহানা অগস্ত্য ও খুশিকে দেখা গেল মনীশের পার্টিতে হাজির হতে। মেদের পরনে ছিল লাল রঙা লেহেঙ্গা, অগস্ত্য এদিন পরেছিলেন কালো শেরওয়ানি।
এই পার্টি থেকে একাধিক ভিডিয়ো এখন ভাইরাল। পার্টিতে তাঁদের একসঙ্গেই উপস্থিত হতে দেখা যায়। সেখানেই সুহানাকে গাড়িতে তুলে দিয়ে দরজা বন্ধ করে দেন অগস্ত্য, সেই ভিডিয়ো ভাইরাল হতেই তাঁদের সম্পর্কের জল্পনা যেন আরও একটু উষ্কে গেল। পাশাপাশি কমেন্ট বক্সে জায়গা করে নিল একাধিক প্রশ্ন, কেউ জানতে চাইলেন তাঁরা বিয়ে কবে করছেন, কেউ জানতে চাইলেন তাঁদের সম্পর্কের বিষয় পরিবারের কী মত। যদিও বিয়ে প্রসঙ্গ দূর, তাঁদের সম্পর্ক নিয়ে বাস্তবে এখনও কেউ মুখ খোলেননি, এমনকি খবরের সত্যতা কতটা, তাও যাচাই করে দেখেনি TV9 বাংলা।