
ছোটপর্দা থেকে শুরু অভিনয়ের সফর। একের পর এক ভাল কাজ করে এখন তিনি বলিউডের অন্যতম অভিনেত্রী। তবে কেরিয়ারের শুরুটা মোটেও এতটা মসৃণ ছিল না। কারণ তিনি প্রাথমিকভাবে চেয়েছিলেন IAS অফিসার হতে। খুব বেশিদিন সেই চেষ্টা করতে হয়নি। কারণ বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ ইয়ামির ঝুলিতে তখন ধারাবাহিকের একাধিক অফার। মোট তিনটে ধারাবাহিকে কাজও করে ফেলেছিলেন তিনি। তবে কোনওটাই তখন মুক্তি পায়নি। এমনই সময় তাঁর সঙ্গে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। তাঁকে রীতিমত সেট থেকে বার করে দেওয়া হয়। তিনি নিজে কিছু বুঝে ওঠার আগেই সবটা ঘটে যায়। তবে এটা শুধু জল্পনা নয়। ইয়ামি নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই খবর সত্যি।
এখানে কোথাও মিথ্যে নেই। তবে ঠিক কী দোষ করেছিলেন তিনি জানেন? ইয়ামির কথায় তিনি নিজের চরিত্রটা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাচ্ছিলেন না। তাই তিনি প্রথম দিনেই সেটে এসে প্রশ্ন করে ফেলেন। নিজের মনের কৌতুহল মেটাতে। তবে এই কাজ নাকি মোটেও ভাল লাগেনি টিমের। তা ইয়ামিকে বুঝতে দেওয়া হয়নি। পরেরদিন সকালে তিনি সেটে পৌঁছে নিজের পাঠ মুখস্থ করছিলেন, এমন সময় একজন এসে তাঁকে খবর দিয়েছিলেন, তিনি বাড়ি চলে যেতে পারেন। তাঁর এই ছবিতে কিছু করার নেই। ইয়ামি গৌতমকে জানিয়ে দেওয়া হয়েছিল তিনি বাড়ি চলে যেতে পারেন। তিনি তখন তাই করেছিলেন। রাতারাতি তাঁর হাত থেকে কাজ চলে গিয়েছিল, কারণ তিনি ছবি নিয়ে একটা মাত্র প্রশ্ন করেছিলেন।