বদলে গিয়েছেন ইয়ামি গৌতম। বাচ্চা খুন করতেও হাত কাঁপছে না তাঁর। চোয়াল শক্ত, চাইছেন টাকা। ইয়ামির এ হেন রূপ আপনি আগে দেখেননি, তবে এবার দেখবেন। পেতে পারেন ভয়ও। খোদ ইয়ামির স্বামী আদিত্য ধরই স্ত্রী এ হেন রূপ দেখে এক ছাদের তলায় থাকতে রীতিমতো ভয় পাচ্ছেন।
প্রকাশ্যে ‘আ থারসডে’র ট্রেলার। ছবিতে নয়না ওরফে ইয়ামি এক প্লে স্কুলের শিক্ষিকা। আপাতদৃষ্টিতে সাদামাঠা মেয়েটি আচমকাই ওই স্কুলের ১৬ জন বাচ্চাকে বন্দি করে রাখে স্কুলেই। আদ্যপান্ত এই সাসপেন্স ড্রামার ট্রেলারে ভরপুর ভয়-উৎকণ্ঠা। কেন আটকে রেখেছে সে ওই বাচ্চাদের? ক্ষতিপূরণ নাকি তার দাবি আরও কিছু? নয়না পুলিশকে সাবধান করে তাঁর দাবি না মানলে প্রতি ঘণ্টা একজন করে বাচ্চাকে সে খুন করবে। কী করবে পুলিশ? কী করবে দেশের নিরাপত্তার রক্ষকরা? টানটান উত্তেজনায় ভরা এই ট্রেলার ইয়ামিকে চিনিয়েছে একেবারে অন্য ভাবে। ছবিতে রয়েছেন নেহা ধুপিয়াও। এই প্রথম এক অন্তঃসত্ত্বা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।
Hahaha !!! Nothing to be scared of… see you at home soon ?? https://t.co/58HnzTHQJL
— Yami Gautam Dhar (@yamigautam) February 10, 2022
আর এই ট্রেলার দেখেই ঘুম উড়েছে আদিত্যর। ইয়ামিকে ট্যাগ করে তিনি লেখেন, “তোমার সঙ্গে ছাদ শেয়ার করতে হঠাৎ ভীষণ ভয় লাগছে”। উত্তর অবশ্য ইয়ামিও দিয়েছেন। তিনি লিখেছেন, “ভয় পেয়ো না। দাঁড়াও আমি বাড়ি আসছি”। ওটিটির দুনিয়ার অভিনেত্রীরা বারেবারেই নিজেদের ভাঙছেন নানা ভাবে। ইয়ামিও তাঁর ব্যতিক্রম নন। এই ছবি প্রমাণ হিসেবে সে কথাই যে বলছে।
মাস কয়েক আগেই অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘লস্ট’ ছবির শুট শেষ করেন ইয়ামি। ছবিটিতে কলকাতা জড়িয়ে রয়েছে ওতপ্রোত ভাবে। শুটিং শেষ করে ইয়ামি লিখেছিলেন, “লস্ট-এর শুটিং শেষ করলাম। এই বিশেষ ছবিটায় কাজ করতে গিয়ে আমার হৃদয়ে বহু মুহূর্ত জমা রয়েছে। এই ছবির সঙ্গে যুক্ত সকল কলাকুশলীকে ধন্যবাদ। যত দিন এগিয়েছে তত তাঁরা আমার পরিবার হয়ে উঠেছেন। টোনিদাকে ধন্যবাদ। আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্য অন্যতম অসাধারণ একজন পরিচালকই শুধু নন, মানুষ হিসেবেও অসাধারণ। নিখাদ অভিসন্ধি না থাকলে লস্ট-এর মতো ছবি পরিচালনা করা সম্ভব নয়”। সু অভিনেত্রী হওয়ার ইঁদুর দৌড়ে ইয়ামির এই বৃহস্পতিবারের গল্প কতটা ছাপ ফেলবে সেটাই দেখার।