The Archies Controversy: ‘আমার টাকা, যা ইচ্ছে…’, নেপোটিজ়ম বিতর্কে ‘দ্য আর্চিস’, প্রতিবাদ করলেন জোয়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 10, 2023 | 5:24 PM

Zoya Akhtar: দ্য আর্চিস সিরিজ দিয়ে বলিউডে পা রাখলেন একগুচ্ছ স্টারকিড। শাহরুখ খানের কন্যা সুহানা খান, শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দা এই সিরিজের মাধ্যমে বলিউডে প্রথম পা রাখলেন। মুক্তির আগে থেকেই এই সিরিজ বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে।

The Archies Controversy: আমার টাকা, যা ইচ্ছে..., নেপোটিজ়ম বিতর্কে দ্য আর্চিস, প্রতিবাদ করলেন জোয়া

Follow Us

দ্য আর্চিস, সদ্য মুক্তি পেয়েছে ওটিটিতে। মুক্তি পাওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়। কেউ স্টারকিডদের নিয়ে প্রশংসা করছেন, কেউ আবার কড়া ভাষায় সমালোচনা করছেন। কারও কথায় সুহানা খানের ছবি করাই উচিত নয়। সর্বত্র এই বিতর্ক ছড়ায়ে পড়ায় এবার মুখ খুললেন পরিচালক জোয়া আখতার। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি, বললেন, ‘আমার মনে হয়ে এটা বিশেষ অ্যাকসেস। রাগের বিষয়টা বুঝি। হতাশাও বাস্তব, কারণ সবার এই সুযোগটা থাকে না। সেই আলাচনা বর্তমান। প্রত্যেকে কিছু বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ, কাজের সুযোগ থাকে। কিন্তু যখন কেউ ঘুরে তাকিয়ে বলেন, সুহানা খানের কোনও ছবি পাওয়া উচিত নয়, সেটা ভুল। কারণ তাতে তোমার কিছু বদলাবে না। তোমার সেটা নিয়ে আলোচনা করা উচিত, যেটা তোমার জীবন পাল্টে দেবে। আমার টাকা আমার ছবি আমি কাকে নেব, সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। আমার বাবা কেউ ছিলেন না। আমি সিনেপাড়া থেকে আসিনি, তবে আমি সঠিক পথ অনুসরণ করেছি, আমি কী করতে চাই।’

দ্য আর্চিস সিরিজ দিয়ে বলিউডে পা রাখলেন একগুচ্ছ স্টারকিড। শাহরুখ খানের কন্যা সুহানা খান, শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দা এই সিরিজের মাধ্যমে বলিউডে প্রথম পা রাখলেন। মুক্তির আগে থেকেই এই সিরিজ বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। কারণ স্টারকিড। যদিও জোয়া আখতর স্পষ্ট ভাষায় স্বীকার করে নিলেন যে তাঁরা যে সুবিধেটা পাচ্ছে, সেটা সকলের কাছে থাকে না ঠিকই, তবে তাঁদের সমালোচনা করে নিজের জীবনে বিন্দুমাত্র পরিবর্তন আসা সম্ভবপর নয়। তিনি যা করেছেন তাঁর নিজের সিদ্ধান্তে করেছেন। তাতে কোনও কিছুই পাল্টে যায় না।

Next Article