Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay-Vivek: অক্ষয় বাধ্য হয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রশংসা করেছেন, কেন বললেন বিবেক?

Akshay-Vivek: ১৯৯০ সালে জম্মু-কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত হন অনেক কাশ্মীরি পণ্ডিত। সেই ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক।

Akshay-Vivek: অক্ষয় বাধ্য হয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রশংসা করেছেন, কেন বললেন বিবেক?
বিবেকের কটাক্ষ অক্ষয়কে
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2022 | 10:03 PM

ঘটনার সূত্রপাত, ওড়িশার সম্বলপুর। সেখানকার একটি সিনেমা হলে জোর করে এক দল মানুষ কমলা ফেট্টি বেঁধে ঢুকে অক্ষয় কুমার অভিনীত (Akshay Kumar) ‘বচ্চন পাণ্ডে’র শো বন্ধ করে দিয়েছিল। তাঁদের দাবি ছিল, সেখানে শুধু বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ই দেখাতে হবে। ১১ মার্চ মু্ক্তি পায় বিবেকের ছবি। মুক্তির পর থেকে অনুরাগীরা ছাড়াও কঙ্গনা রাণাওয়াত, ইয়ামি গৌতম, অক্ষয় কুমারের মতো অনেকেই ছবির প্রশংসা করেন। এমনকি খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত সিনেমাটি দেখা জন্য অনুরোধ করেন সোশ্যাল মিডিয়াতে। সেই ঘটনার পর অনেক দিন কেটে গিয়েছে। এতদিন পর আবার বিবেক ক্ষোভ উগরে দিলেন অক্ষয়ের বিরুদ্ধে। পরিচালকের মতে, বাধ্য হয়ে প্রকাশ্যে তাঁর ছবির প্রশংসা করেছেন অক্ষয়! কেন এমন মনে হয়েছে বিবেকের?

এবারের ঘটনাটা কী? ভোপালের একটি অনুষ্ঠান। যেখানে অক্ষয় এবং বিবেক দুজনেই ছিলেন উপস্থিত। কী হয়েছিল সেখানে? অনুষ্ঠানে অক্ষয় বলেছিলেন, ‘‘আমাদের সবাইকে ছবিতেই দেশের কোনও না কোনও গল্প বলতে হবে। কিছু চেনা-জানা, কিছু অজানা। যেমন বিবেকজির ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে দেশের এক দুঃখজনক ঘটনা তুলে ধরা হয়েছে। এই ছবির কাহিনি আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে গিয়েছে।’’ এই বলেই থামেননি অক্ষয়। সঙ্গে যোগ করেছিলেন, ‘‘সেটা অবশ্য আলাদা বিষয় যে, আমার ছবিকেও ডুবিয়ে দিল!’’ এই ভিডিয়ো নেট দুনিয়াতে দিয়ে সেই সময় বিবেক অক্ষয়কে ধন্যবাদও জানিয়েছিলেন।

১৯৯০ সালে জম্মু-কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত হন অনেক কাশ্মীরি পণ্ডিত। সেই ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী প্রমুখ। ছবি ব্যবসাও করেছে ভাল। তারপরও কেন বিবেক আবার এই প্রসঙ্গ টানলেন। তাঁর মতে, সকলে লোক দেখিয়ে তাঁর ছবির প্রশংসা করেছেন। কেউ তাঁকে আলাদা করে ফোন বা মেসেজ করেননি। সম্প্রতি একজন সাংবাদিক তাঁকে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করলে বিবেক বলেন, ‘‘১০০ জন লোক ঘিরে ধরে জিজ্ঞাসা করেছেন, আমার ছবি কেন চলছে, ওঁর ছবি (বচ্চন পাণ্ডে) কেন চলছে না বা আমার ছবি কেমন লেগেছে! সেই সময়ে প্রশংসা না করে উপায় কী? তাই নিরুপায় হয়েই অক্ষয় আমার ছবিকে ভাল বলেছেন”।