পোস্টার থেকে ছবি বাদ, ফওয়াদ-মাহিরার জন্য কড়া শাস্তি

যেমন 'কাপুর অ্যান্ড সনস' ছবিটা করেছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা আর ফওয়াদ খান। সেখানে এখন দেখা যাচ্ছে, মুছে দেওয়া হয়েছে ফওয়াদ খানের ছবি। রাখা হয়েছে আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রার ছবি। একইভাবে 'রাইজ'-এর অ্যালবাম কভারে দেখা যাচ্ছে না মাহিরাকে। শুধু শাহরুখ খানের ছবি রেখেই ইতি টানতে হয়েছে। 'কাপুর অ্যান্ড সনস'-এর একটা গানে ফওয়াদ, আলিয়া আর সিদ্ধার্থকে নাচতে দেখা যায়। ভীষণ জনপ্রিয় গান এটা। ইউটিউবে সেই গান আর পাওয়া যাচ্ছে না।

পোস্টার থেকে ছবি বাদ, ফওয়াদ-মাহিরার জন্য কড়া শাস্তি

| Edited By: Bhaswati Ghosh

May 13, 2025 | 4:09 PM

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে। সেখানে ভারতের অপারেশন সিঁদুরের বিরুদ্ধে মুখ খুলেছেন পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রী ফওয়াদ খান, মাহিরা খানের মতো তারকারা। এরপর ভারতে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবার আরও বড় পদক্ষেপ। মিউজিক প্ল্যাটফর্মের পোস্টারে ফওয়াদ খান বা মাহিরা খানের মতো পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীদের ছবি সরিয়ে দেওয়া হলো।

যেমন ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিটা করেছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা আর ফওয়াদ খান। সেখানে এখন দেখা যাচ্ছে, মুছে দেওয়া হয়েছে ফওয়াদ খানের ছবি। রাখা হয়েছে আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রার ছবি। একইভাবে ‘রাইজ’-এর অ্যালবাম কভারে দেখা যাচ্ছে না মাহিরাকে। শুধু শাহরুখ খানের ছবি রেখেই ইতি টানতে হয়েছে। ‘কাপুর অ্যান্ড সনস’-এর একটা গানে ফওয়াদ, আলিয়া আর সিদ্ধার্থকে নাচতে দেখা যায়। ভীষণ জনপ্রিয় গান এটা। ইউটিউবে সেই গান আর পাওয়া যাচ্ছে না। প্রযোজককে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, এটা মিউজিক প্ল্যাটফর্মের সিদ্ধান্ত।

নেটিজেনদের চোখ এড়ায়নি বিষয়টা। একজন লিখেছেন, ”এবার যা পরিস্থিতি হলো, এরপর থেকে আর পাকিস্তানের শিল্পীদের ভারতের ছবিতে নেওয়া উচিত নয়। একবার নেওয়ার পর এরকম পোস্টার থেকে বাদ দিতে হলে সেটা সমস্যার।” আর একজন লিখেছেন, ”বলিউডের বহু ছবিতে পাকিস্তানের শিল্পীরা গান গেয়েছেন। সেগুলো বেশ জনপ্রিয় গান। এসব মিউজিক ভিডিয়ো যদি আর পাওয়া না যায়, তা হলে সমস্যা।” মোটের উপর ভারতীয় ছবির সঙ্গে পাকিস্তানের শিল্পীদের জড়িয়ে যাওয়ার কারণে অপারেশন সিঁদুর-এর মরসুমে বেজায় সমস্যা তৈরি হয়েছে।