Pallavi Dey Death: দামী গাড়ি, কেতাদুরস্ত ফ্ল্যাট…পল্লবীকে নিয়ে বিস্ফোরক দাবি প্রেমিক সাগ্নিকের, খাড়া করলেন অবসাদ তত্ত্ব

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 23, 2022 | 12:22 PM

Pallavi Dey Death: পল্লবী দে-র মৃত্যু তদন্তে নয়া তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। পল্লবীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল সাগ্নিকের। নিউটাউনে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট কেনেন সাগ্নিক।

Pallavi Dey Death: দামী গাড়ি, কেতাদুরস্ত ফ্ল্যাট...পল্লবীকে নিয়ে বিস্ফোরক দাবি প্রেমিক সাগ্নিকের, খাড়া করলেন অবসাদ তত্ত্ব
সাগ্নিকের ভূমিকা নিয়ে প্রশ্ন

Follow Us

কলকাতা: অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যু ঘিরে ক্রমেই জটিল হচ্ছে রহস্য। পল্লবী নাকি অবসাদে ভুগছিলেন, পুলিশের কাছে এমনই দাবি করেছেন অভিনেত্রীর প্রেমিক সাগ্নিক। পুলিশের দাবি, সাগ্নিক জেরায় জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তাঁরা পাটুলিতে ঘুরতে গিয়েছিলেন। তারপর রাতে ফিরে এসে দু’জনে ঘুমিয়ে পড়েন। সকালে নাকি তিনি সিগারেট খেতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখেন পল্লবী ঝুলছেন। সাগ্নিকের দাবি তিনি তখন কেয়ারটেকারকে ডেকে আনেন। সাগ্নিকের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে রেহান নামে এক যুবকের ভূমিকাকেও। রেহান পল্লবীর প্রাক্তন প্রেমিক। প্রথম থেকেই সাগ্নিকের দিকেই আঙুল তুলছিল পরিবার। এই মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ পরিবার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, গলায় ফাঁস লেগেই মৃত্যু। সেক্ষেত্রে ফাঁসের চিহ্ন কেবলমাত্র গলার সামনের অংশেই রয়েছে। খুনের তত্ত্ব এক্ষেত্রে খারিজ হয়ে যাচ্ছে। কারণ কেউ কারোর গলায় ফাঁস লাগালে, তা সামনে ও পিছনের অংশ জুড়ে থাকবে। এক্ষেত্রে তা হয়নি।

পল্লবী দে-র মৃত্যু তদন্তে নয়া তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। পল্লবীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল সাগ্নিকের। নিউটাউনে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট কেনেন সাগ্নিক। দামি গাড়িও কিনেছিলেন সাগ্নিক। ১৫ লক্ষের ফিক্সড ডিপোজিট রয়েছে দুজনের। তবে ফ্ল্যাট ও গাড়ির অনেক টাকাই দেয় পল্লবী, দাবি অভিনেত্রী পল্লবী দে-র আত্মীয়দের।

সাগ্নিকের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য উঠে আসতে পারে বলে নিশ্চিত পুলিশ। তবে পল্লবীর প্রাক্তন প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সাগ্নিকই পল্লবীকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

রবিবার সকালে গড়ফার গাঙ্গুলিপুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পল্লবীর ঝুলন্ত দেহ। ফ্যানের ব্লেটের সঙ্গে বেডশিট পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ছিল পল্লবীর। অভিনেত্রীর মৃত্যু রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ভোর রাত পর্যন্তও যে মেয়েটা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন, সকালে এমন কী হল তাঁর সঙ্গে? প্রশ্ন সেখানেই।

Next Article