কেন সিনেমাহলে দেখবেন ‘এইট্টি থ্রি’? জানালেন পঙ্কজ ত্রিপাঠী

মুম্বই: কোভিড কারণে সিনেমাহল সব বন্ধ ছিল মুম্বইনগরীতে। পরে তা খোলা হলেও দর্শকের সাড়া মেলেনি। তাই নামকরা তারকাদের ছবি পর্দায় আসেনি। রণবীর সিং অভিনীত ‘এইট্টি থ্রি’ও পিছিয়েছে। ঠিক ছিল ১০ এপ্রিল রিলিজ করবে ছবি তবে এখন তা পিছিয়ে এ মাসের বড় দিনে হতে চলেছে ছবি রিলিজ। ‘পিআর মান সিং’য়ের চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি।   […]

কেন সিনেমাহলে দেখবেন ‘এইট্টি থ্রি’? জানালেন পঙ্কজ ত্রিপাঠী
‘পিআর মান সিং’য়ের চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি।
Follow Us:
| Updated on: Dec 04, 2020 | 2:04 PM

মুম্বই: কোভিড কারণে সিনেমাহল সব বন্ধ ছিল মুম্বইনগরীতে। পরে তা খোলা হলেও দর্শকের সাড়া মেলেনি। তাই নামকরা তারকাদের ছবি পর্দায় আসেনি। রণবীর সিং অভিনীত ‘এইট্টি থ্রি’ও পিছিয়েছে। ঠিক ছিল ১০ এপ্রিল রিলিজ করবে ছবি তবে এখন তা পিছিয়ে এ মাসের বড় দিনে হতে চলেছে ছবি রিলিজ। ‘পিআর মান সিং’য়ের চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি।

কেন ‘এইট্টি থ্রি’, ওটিটির জন্য নয়, থিয়েটারেই দেখতে হবে ? পঙ্কজ ত্রিপাঠির কাছে রাখা হয়েছিল এ প্রশ্ন। উত্তরে তিনি বলেন, “ভারতীয় ক্রিকেট টিমের বিশ্বকাপ হাতে ধরার যে অভিজ্ঞতা তা শুধু সিনেমহলে অনুভূত হতে পারে। দর্শকদরে মনে হবে তাঁরা সেই মুহূর্তর সাক্ষী। আর পুরো সিনেমাহলকে এইট্টি থ্রির বিশ্বকাপের স্টেডিয়াম মনে হবে।“  পঙ্কজ আরও বলেন, “সিনেমাহলে যখন আসপাশের দর্শকের সঙ্গে সিনেমা দেখবেন, মনে হবে আপনি সেই স্টেডিয়ামে বসে আছেন। আর দেখবেন ভারতীয় ক্রিকেট দল হাতে বিশ্বকাপ তুলে নিচ্ছে।”

কিছুদিন আগে এইট্টি থ্রির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক কপিল দেব কোভিডে আক্রান্ত হয়েছিলেন। পঙ্কজ ত্রিপাঠি কপিলদেবের উদ্দ্যেশ্যে একটি সুন্দর বার্ত দেন, “আমরা সবাই ওঁর জন্য প্রার্থনা করব। ওর দ্রুত আরোগ্য কামনা করি। উনি আমাদের দেশের সম্পদ এবং সত্যিই এক অসাধারণ মানুষ। আমাদের এটাই প্রার্থনা, উনি জলদি সেরে উঠুন।”