সন্তান আসার আগে জমিয়ে খাওয়াদাওয়া পরমব্রত-পিয়ার

পিয়ার সহকর্মী রত্নাবলী রায় ফেসবুকে এমন কিছু ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, ''সহকর্মী পিয়া মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে, আপিশে খাওয়া দাওয়ার আয়োজন ছিল | রাজেশ, পিয়া যা-যা খেতে পছন্দ করেন তাই রেঁধেছিলেন, তার মধ্যে ডায়মন্ড ফিস ফ্রাই তো থাকতেই হবে ! পরম যদি বা একটু আধটু মিষ্টি খেতে ভালবাসেন, পিয়া তো নাহ নাহ করে ওঠেন! নামমাত্র মিষ্টি আর দই ছিল।''

সন্তান আসার আগে জমিয়ে খাওয়াদাওয়া পরমব্রত-পিয়ার

| Edited By: Bhaswati Ghosh

May 03, 2025 | 10:28 AM

জুন মাসেই বাবা-মা হবেন পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তী। তাই কর্মক্ষেত্রে বা বন্ধুদের মাঝে এখন খাওয়াদাওয়ার মাধ্যমে শুভেচ্ছা জানানোর পর্ব চলছে। পিয়ার সহকর্মী রত্নাবলী রায় ফেসবুকে এমন কিছু ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, ”সহকর্মী পিয়া মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে, আপিশে খাওয়া দাওয়ার আয়োজন ছিল | রাজেশ, পিয়া যা-যা খেতে পছন্দ করেন তাই রেঁধেছিলেন, তার মধ্যে ডায়মন্ড ফিস ফ্রাই তো থাকতেই হবে ! পরম যদি বা একটু আধটু মিষ্টি খেতে ভালবাসেন, পিয়া তো নাহ নাহ করে ওঠেন! নামমাত্র মিষ্টি আর দই ছিল।” আবার পরমব্রত-পিয়ার আরও কিছু বন্ধু একসঙ্গে খাওয়াদাওয়া করেছেন সামনেই শুভ সময় আসছে বলে। সেখানে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সোহাগ সেন উপস্থিত ছিলেন। পরমব্রত আর পিয়া, দু’জনের ভারি সুন্দর একটা মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়াতে। সেটা রইল এই লেখার সঙ্গে।

লক্ষণীয় অভিনেতা বা পরিচালক হিসাবে এই বছরটা পরমব্রতকে খুশিতে রেখেছে। পরমব্রত অভিনীত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর ‘কিলবিল সোসাইটি’ ছবি দু’টো দর্শকের ভালোবাসা পেয়েছে। ‘কিলবিল সোসাইটি’ এই বছরের সবচেয়ে হিট ছবি এখনও পর্যন্ত। পরমব্রতর পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ ছবিটা হিট। সদ্য মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ওয়েব সিরিজ ‘ভোগ’। প্রযোজনা সংস্থার তরফে টুইট করে জানানো হয়েছে, এই ওয়েব সিরিজ দর্শক টানতে সক্ষম হয়েছে। মে মাসের শেষে মুক্তি পাবে ‘সোনার কেল্লায় যকের ধন’। সায়ন্তন ঘোষালের পরিচালনায় পরমব্রত-কোয়েল জুটির সেই ছবি বক্স অফিসে সফল হতে পারে এমনটা মনে করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ।